রবিবার, ৩১ মে, ২০২০

বাড়িতে বসেই দেওয়া যাবে ফাইনাল সেমেস্টারের পরীক্ষা , বড় সিদ্ধান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের

 করােনার কারণে থমকে আছে সবকিছু ! বন্ধ আছে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান । ফলে প্রবল ভাবে ব্যাহত হচ্ছে পঠন - পাঠন । এই অবস্থায় অভিনব সিদ্ধান্ত নিল যাদবপুর । বিশ্ববিদ্যালয় । এই বছর বাড়িতে বসেই ফাইনাল সেমেস্টারের পরীক্ষা দেবেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়ারা । শুক্রবার ফ্যাকাল্টি কাউন্সিলের বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । কী পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে , তা শিক্ষকরা । নিজেদের মধ্যে আলােচনা করে সিদ্ধান্ত নেবেন । ঠিক হয়েছে , ৭০ শতাংশ নম্বর থাকবে এই পরীক্ষায় আর বাকি ৩০ শতাংশ নম্বর আগের সাতটি সেমেস্টারের ক্লাস টেস্ট থেকে গড় করে নেওয়া হবে ।

মূলত হােম অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন করা হতে পারে । সেই ক্ষেত্রে ছাত্রছাত্রীরা হােয়াটসঅ্যাপে প্রশ্নের উত্তর লিখে পাঠাতে পারবেন । আবার ফোনেও প্রশ্নোত্তরের মাধ্যমেও পরীক্ষা নেওয়া হতে পারে । বিভিন্ন বিভাগ কীভাবে পরীক্ষা নেবে , তা নিজেরাই ঠিক করবে । এই বছর ল্যাবরেটরি বা প্র্যাকটিক্যাল পরীক্ষা শুধু ভাইভার মাধ্যমে নেওয়া হবে । পুরাে পরীক্ষা প্রক্রিয়া ১১ জুলাইয়ের মধ্যে শেষ করতে হবে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান! পুলিশের জালে '১৫ পুলিশ'

 পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন। ট্রেনি সাব-ইনস্পেক্টর হিসাবে কাজে যোগও দিয়েছিলেন। পুলিশের হাতে...