শনিবার, ১৮ এপ্রিল, ২০২০

ফেসবুক লাইভে বিতর্কিত মন্তব্য করে গ্রেফতার অভিনেতা এজাজ খান

ফেসবুক লাইভে বিতর্কিত মন্তব্য করেছিলেন। অভিযোগ, ধর্ম নিয়ে নানা ধরনের উস্কানিমূলক মন্তব্য করেছিলেন তিনি। শেষ পর্যন্ত শনিবার মুম্বই পুলিশ গ্রেফতার করেছে অভিনেতা এজাজ খানকে।

প্রাক্তন এই বিগ বস প্রতিযোগী ফেসবুক লাইভে বলেছিলেন, 'একটি পিঁপড়ে মরলেও মুসলিমকে দায়ী করা হয়, একটা হাতি মরলেও মুসলিমকে দায়ী বলা হয়। দিল্লিতে ভূমিকম্প হলেও বলবে মুসলিম দায়ী এর জন্য। মুসলিমরাই সব কিছুর জন্য দায়ী। কিন্তু এই ষড়যন্ত্রের জন্য কারা দায়ী তা কখনও ভেবে দেখেছেন?'

ভারতীয় দণ্ডবিধির ১৫৩ এ, ১২১, ১১৭, ১৮৮, ৫০১ ও ৫০২(২) ধারায় আজাজ খানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ফেসবুক লাইভ করে আজাজ ৩ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়িয়ে দেওয়া এবং বান্দ্রা রেল স্টেশনে হাজার হাজার পরিযায়ী শ্রমিকদের আসা নিয়ে কথা বলছিলেন তিনি। আজাজ দাবি করেন, এটি বিজেপির করা একটি ষড়যন্ত্র যা মুসলিমদের ছোট করার জন্য করা হয়েছে। এর জন্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীও দায়ী বলেন আজাজ।

এর পরেই ট্যুইটারে ট্রেন্ড করতে শুরু করে #ArrestAjaz। পুলিশও পদক্ষেপ করতে বাধ্য হয়। এর আগেও গত বছর জুলাইতে আজাজের বিরুদ্ধে ধর্মীয় উস্কানিমূলক ভিডিয়ো পোস্ট করার অভিযোগ উঠেছিল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান! পুলিশের জালে '১৫ পুলিশ'

 পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন। ট্রেনি সাব-ইনস্পেক্টর হিসাবে কাজে যোগও দিয়েছিলেন। পুলিশের হাতে...