শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯

আজ 22 ডিসেম্বর জাতীয় গনিত দিবস, শ্রেষ্ট গণিতজ্ঞ রামানুজনের জন্মদিন

আজ ২২ ডিসেম্বর, জাতীয় গনিত দিবস। এক ভারতীয় গণিতবিদের সম্মানে এই দিনটি পালিত হয়। তাঁর চোখ দুটি জ্বলজ্বলে, দিপ্তীময়। প্রখর স্মৃতিশক্তির অধিকারী এক বিস্ময় মানব তিনি। এই প্রতিভা ভারতীয় গণিতের তথাকথিত লেজেন্ড আর কেউ নন টাউ(τ) অপেক্ষকের আবিষ্কর্তা, তথা প্রাচ্যের অন্যতম শ্রেষ্ট গণিতজ্ঞ রামানুজন ওরফে শ্রীনিবাস রামানুজন আয়েঙ্গার। তিনি ১৮৮৭ সালের ঠিক আজকের দিনেই, অর্থাৎ ২২ শে ডিসেম্বরে মাদ্রাজ (এখন তামিলনাড়ু) রাজ্যের তাঞ্জোর জেলার প্রাচীন শহর কুম্ভকোনমের এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহন করেন। তিনি ছোটোবেলা থেকেই গনিত ছাড়া অন্যসব বিষয়গুলো পড়তে চাইতেন না। পরবর্তীতে এই কারণেই তাঁকে একসময় কলেজের এফ.এ ডিগ্রি হারাতে হয়। কলেজের দরজা আর পেরোতে পারেননি তিনি। তা সত্ত্বেও গনিতের প্রবল দক্ষতা আর সূত্র ও উপপাদ্য আবিষ্কারের অনাবিল আনন্দে তিনি মেতে ওঠেন। এরপর তাঁর একের পর এক গবেষণাপত্র প্রকাশ পায় ইন্ডিয়ান ম্যাথমেথিক্যাল সোসাইটির জার্নালে। তারপর গবেষণার জন্য একসময় ইংল্যান্ডে পাড়ি দেন তিনি। সেখানে প্রাশ্চাত্যের গনিতজ্ঞদেরও মন জয় করেন। ভারতীয় গণিতবিদ্যায় এই মানুষটির অবদান অনেক।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান! পুলিশের জালে '১৫ পুলিশ'

 পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন। ট্রেনি সাব-ইনস্পেক্টর হিসাবে কাজে যোগও দিয়েছিলেন। পুলিশের হাতে...