সারা বিশ্বের মতাে করােনার প্রভাব বেশ ভালােভাবেই পড়েছে রাশিয়াতে । গােটা দেশে যাতে এই ভাইরাস সংক্রামিত না হয় , তার জন্য দাঁতে দাঁত চেপে লড়াই করছে পুতিন প্রশাসন । এরই মাঝে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়ার পূর্ব অংশ । রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৭ . ৫া রাশিয়ার পূর্বে কুরিল দ্বীপে ভয়াবহ প্রভাব পড়েছে এই ভূমিকম্পের । সূত্রের খবর , রাশিয়ার স্থানীয় সময় বুধবার দুপুরে | ভূমিকম্পটি হয় । যদিও ভয়াবহ এই ভূমিকম্পের ফলে কত ক্ষয়ক্ষতি হয়েছে বা কত মানুষের প্রাণহানি হয়েছে সেটা এখনও জানা যায়নি । এই ভূমিকম্পের পরেই | জারি হয় সুনামি সতর্কতা । হাওয়াই দ্বীপে সুনামি | সতর্কতা জারি করে মার্কিন প্রশাসন । যদিও কিছু পরেই সেই সতর্কতা তুলে নেওয়া হয় ।
ভূমিকম্পের উৎসস্থল খুব সম্ভবত কুরিল দ্বীপ থেকে ২১৯ কিলােমিটার দূরে , প্রশান্ত মহাসাগরে । মার্কিন জিওলজিক্যাল সার্ভের পক্ষ থেকে প্রথমে বলা হয় এই ভূমিকম্পের মাত্রা ৭ . ৮ | পরে বলা হয় ৭ . ৫ । অন্যদিকে রাশিয়ান জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে এই কম্পনের মাত্রা ৭ . ২ । প্রসঙ্গত , রাশিয়ার ওই অঞ্চলটি বেশ ভূমিকম্প প্রবণ । কয়েকদিন আগেই কামচটকা অঞ্চলে ৪ . ২ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন