করোনা সর্তকতা হিসেবে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা স্থগিত রাখার ঘোষণা করল রাজ্য সরকার৷ আগামী ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত রাখা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা৷ ২৩ , ২৫ ও ২৭ তারিখ যে তিনটি পরীক্ষা বাকি ছিল, সেই পরীক্ষাগুলি ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত রাখা হচ্ছে৷ এই মর্মে নির্দেশ দিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
ইতিমধ্যেই ৭ দিন ধরে পরীক্ষা নেওয়া হয়ে গিয়েছে৷ এখনও বাকি ৩ দিনের পরীক্ষা৷ ২৩, ২৫, ২৭ এপ্রিল পরীক্ষা হওয়ার কথা৷ কিন্তু, সেই পরীক্ষাগুলি আপাতত স্থগিত রাখার ঘোষণা করা করা হয়েছে৷ আজ দুপুরে করোনা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্থগিত রাখার ঘোষণা করা হয়েছে৷
আগামী ১৫ এপ্রিল পর্যন্ত উচ্চমাধ্যমিক পরীক্ষা স্থগিত রাখার নির্দেশও দিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ৷ ১৫ এপ্রিলের পর পরবর্তী পরীক্ষা সূচি ঘোষণা করা হবে৷ তবে যে পরীক্ষাগুলি হয়েছে গিয়েছে, সেগুলির কোনও পরিবর্তন করা হবে না বলে খবর৷ এছাড়া আজ থেকে সমস্ত রেস্তোঁরা থেকে শুরু করে নাইটক্লাব, ডান্সবার থেকে পাব, ম্যাসাজ পার্লার সব বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷
যদিও শুক্রবার শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গে উচ্চমাধ্যমিক পরীক্ষা স্থগিত করা হবে না৷ সিবিএসই ও আইসিএসই বোর্ডের পথে হাঁটবে না পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক সংসদ। নির্ধারিত পরীক্ষার রুটিন অনুযায়ী ২৭ মার্চ পর্যন্ত পরীক্ষা চলবে৷ সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ‘‘চারটি পরীক্ষা ইতিমধ্যেই হয়ে গিয়েছে৷ তাই এখন আর উচ্চমাধ্যমিক পরীক্ষা স্থগিত করা সম্ভব নয়৷ খুব প্রয়োজন না হলে নির্ধারিত সূচি মেনেই চলবে উচ্চমাধ্যমিক৷” কিন্তু, শিক্ষামন্ত্রীর ঘোষণার ২৪ ঘণ্টার আগেই স্থগিত রাজ্যের উচ্চমাধ্যমিক পরীক্ষা৷
করোনা পরিস্থিতি মাথায় রেখে পরীক্ষা স্থগিত রাখার দাবি তুলতে থাকেন শিক্ষকদের একাংশ৷ শিক্ষক মহলের সেই দাবি নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশ করে আজ বিকেল ডট কম৷ শিক্ষক সংগঠনের তরফেও শিক্ষামন্ত্রীর কাছেও চিঠি পাঠানো হয়৷ কিন্তু, সেই সমস্ত দাবি উড়িয়ে দেন শিক্ষামন্ত্রী৷ শক্রবার শিক্ষামন্ত্রী জানান, কোনও ভাবেই পরীক্ষা স্থগিত করা হবে না৷ সেই ঘোষণা পর এবার রাজ্যের তরফে পরীক্ষা স্থগিত রাখার ঘোষণা করা হয়েছে৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন