বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০

পার্লামেন্টে ঢুকতে দেওয়া হল না অধীর বাবুর গাড়ি

পার্লামেন্টে ঢুকতে দেওয়া হল না অধীর বাবুর গাড়ি।আজ দুপুর 1 টা বেজে পার্লামেন্ট যাওয়ার পথে গাড়ী আটকায় দিল্লি পুলিশ 'তার কারণ রালিড 2020 স্টিকার লাগানো নেই তার গাড়িতে' কিন্তু নিয়ম অনুযায়ী 2019 নোটিফিকেশনে বলা রয়েছে 2019 এর স্টিকার 31শে মার্চ 2020 পর্যন্ত valid।কিন্তু দিল্লী পুলিশ কোনো কোথায় শুনতে রাজী হয়নি ,বিরোক্তি হয়ে অধীর বাবু গাড়ী থেকে নেমে পায়ে হেটে পার্লামেন্ট পৌঁছালেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান! পুলিশের জালে '১৫ পুলিশ'

 পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন। ট্রেনি সাব-ইনস্পেক্টর হিসাবে কাজে যোগও দিয়েছিলেন। পুলিশের হাতে...