স্থানীয় সূত্রে জানা গিয়েছে , সীমান্ত লাগােয়া এলাকা হওয়ায় চোরাচালানের রমরমা এখানেই তা ঘিরেই এখানে অশান্তির বাতাবরণ তৈরি হচ্ছে এলাকা । যখন যারা দখলে থাকে তখন সে চোরাচালানের গণস নিয়ন্ত্রণ করে । চোরা চালান কারবারিদের পাশাপাশি এবার ভিন রাজ্যের বিভিন্ন সংগঠন এখানে মাথা তােলার চেষ্টা করছে । তারফলে পরিস্থিতি আরও ঘােরালাে হতে শুরু করেছে । জেলা পুলিসের এক আধিকারিক বলেন , সাগরপাড়ায় অনেক আগেই থানা তৈরির দরকার ছিল । স্থানীয় লােকজনও এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে দীর্ঘদিন ধরেই নতুন থানার দাবি জানিয়ে আসছেন । থানা চালু হয়ে গেলে এলাকার বাসিন্দারা উপকৃত হবেন । প্রসঙ্গত , মুর্শিদাবাদ জেলায় এখন মােট ২৭টি থানা রয়েছে । সাগরপাড়ায় থানা চালু হলে সেই সংখ্যাটা বেড়ে দাঁড়াবে ২৮ । কোন কোন পঞ্চায়েত এলাকা নিয়ে এই থানা । গঠিত হবে তা দু ' - একদিনের মধ্যেই ঘােষণা হয়ে যাবে বলে পুলিস সূত্রে জানা গিয়েছে ।
শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০
অপরাধে রাশ টানতে জলঙ্গী ভেঙে সাগরপাড়া নয়া থানা,আগামী ৫ ফেব্রুয়ারি নতুন থানার উদ্বোধন
স্থানীয় সূত্রে জানা গিয়েছে , সীমান্ত লাগােয়া এলাকা হওয়ায় চোরাচালানের রমরমা এখানেই তা ঘিরেই এখানে অশান্তির বাতাবরণ তৈরি হচ্ছে এলাকা । যখন যারা দখলে থাকে তখন সে চোরাচালানের গণস নিয়ন্ত্রণ করে । চোরা চালান কারবারিদের পাশাপাশি এবার ভিন রাজ্যের বিভিন্ন সংগঠন এখানে মাথা তােলার চেষ্টা করছে । তারফলে পরিস্থিতি আরও ঘােরালাে হতে শুরু করেছে । জেলা পুলিসের এক আধিকারিক বলেন , সাগরপাড়ায় অনেক আগেই থানা তৈরির দরকার ছিল । স্থানীয় লােকজনও এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে দীর্ঘদিন ধরেই নতুন থানার দাবি জানিয়ে আসছেন । থানা চালু হয়ে গেলে এলাকার বাসিন্দারা উপকৃত হবেন । প্রসঙ্গত , মুর্শিদাবাদ জেলায় এখন মােট ২৭টি থানা রয়েছে । সাগরপাড়ায় থানা চালু হলে সেই সংখ্যাটা বেড়ে দাঁড়াবে ২৮ । কোন কোন পঞ্চায়েত এলাকা নিয়ে এই থানা । গঠিত হবে তা দু ' - একদিনের মধ্যেই ঘােষণা হয়ে যাবে বলে পুলিস সূত্রে জানা গিয়েছে ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান! পুলিশের জালে '১৫ পুলিশ'
পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন। ট্রেনি সাব-ইনস্পেক্টর হিসাবে কাজে যোগও দিয়েছিলেন। পুলিশের হাতে...
-
পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন। ট্রেনি সাব-ইনস্পেক্টর হিসাবে কাজে যোগও দিয়েছিলেন। পুলিশের হাতে...
-
মুর্শিদাবাদ:গতবারের চেয়ে এবারের Question প্রচন্ড জটিল করায় ছাত্রছাত্রী থেকে শিক্ষকদের মাথায় হাত।তাদের মতে এখন পর্যন্ত কল্যাণী ইউনিভার্...
-
পরীক্ষা করার নামে সিভিক ভলান্টিয়ারদের একাংশ চালকদের থেকে টাকা আদায় করেন, এই অভিযোগ নতুন নয়। এমন অভিযোগ ওঠে কর্তব্যরত ট্র্যাফিক পুলিশকর...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন