শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০

অপরাধে রাশ টানতে জলঙ্গী ভেঙে সাগরপাড়া নয়া থানা,আগামী ৫ ফেব্রুয়ারি নতুন থানার উদ্বোধন

বহরমপুর : জলঙ্গীতে অপরাধমূলক ঘটনার রাশ টানতে এমাসেই আরও একটি থানা চালু হচ্ছে । সব কিছু ঠিক থাকলে ৫ ফেব্রুয়ারি সাগরপাড়ায় নতুন থানার উদ্বোধন হবে । থানার ভবন তৈরির কাজ শেষ হয়ে গিয়েছে । পুলিস সুত্রে জানা গিয়েছে , জলঙ্গিকে ভেঙে দু ' টি থানা তৈরির পরিকল্পনা রাজ্য সরকারের অনেক আগে থেকেই ছিল । সেই মতাে বিল্ডিং তৈরির কাজ শুরু হয় । থানা আগেই চালু হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যায় । কিন্তু , সম্প্রতি জলঙ্গি থানা এলাকায় বাইরের বিভিন্ন শক্তি উস্কানি দিয়ে অশান্তি পাকানাের চেষ্টা করায় প্রশাসন আর ঝুঁকি নিতে চাইছে না । বুধবার সাহেবনগরে বড় অশান্তি হয়েছে । জলঙ্গি থানা এলাকা অনেকটা বড় হওয়ায় সব জায়গায় পুলিসের নজরদারি চালানাে সম্ভব হচ্ছিল না বলে আধিকারিকদের দাবি । নতুন থানা চালু হয়ে গেলে পুলিস আরও ভালােভাবে কাজ করতে পারবে বলে আধিকারিকদের মত । মুর্শিদাবাদের পুলিস সুপার অজিত সিং যাদব বলেন , সাগরপাড়ায় দ্রুত থানা চালু হয়ে যাবে ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে , সীমান্ত লাগােয়া এলাকা হওয়ায় চোরাচালানের রমরমা এখানেই তা ঘিরেই এখানে অশান্তির বাতাবরণ তৈরি হচ্ছে এলাকা । যখন যারা দখলে থাকে তখন সে চোরাচালানের গণস নিয়ন্ত্রণ করে । চোরা চালান কারবারিদের পাশাপাশি এবার ভিন রাজ্যের বিভিন্ন সংগঠন এখানে মাথা তােলার চেষ্টা করছে । তারফলে পরিস্থিতি আরও ঘােরালাে হতে শুরু করেছে । জেলা পুলিসের এক আধিকারিক বলেন , সাগরপাড়ায় অনেক আগেই থানা তৈরির দরকার ছিল । স্থানীয় লােকজনও এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে দীর্ঘদিন ধরেই নতুন থানার দাবি জানিয়ে আসছেন । থানা চালু হয়ে গেলে এলাকার বাসিন্দারা উপকৃত হবেন । প্রসঙ্গত , মুর্শিদাবাদ জেলায় এখন মােট ২৭টি থানা রয়েছে । সাগরপাড়ায় থানা চালু হলে সেই সংখ্যাটা বেড়ে দাঁড়াবে ২৮ । কোন কোন পঞ্চায়েত এলাকা নিয়ে এই থানা । গঠিত হবে তা দু ' - একদিনের মধ্যেই ঘােষণা হয়ে যাবে বলে পুলিস সূত্রে জানা গিয়েছে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান! পুলিশের জালে '১৫ পুলিশ'

 পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন। ট্রেনি সাব-ইনস্পেক্টর হিসাবে কাজে যোগও দিয়েছিলেন। পুলিশের হাতে...