কেরল, পাঞ্জাব, রাজস্থানের পর পশ্চিমবন্দ বিধানসভাতেও পাশ হয়ে গেল সংশধিত নাগরিকত্ব আইন বিরোধী প্রস্তাব। এদিন বিধানসভায় এই প্রস্তাব উত্থাপন করেন রাজ্যের পরিষদীয়মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বাম-কংগ্রেসের সমর্থন নিয়েই পাশ হল প্রস্তাব। প্রস্তাবের বিরোধী বলতে দু’জন বিজেপি বিধায়ক ছিলেন। কিন্তু ভোটাভুটি আর করতে হয়নি।
রাজ্যের তরফে আনা এই প্রস্তাবে স্পষ্ট করে বলা হয়েছে, প্রধানমন্ত্রী বলেছেন কারও নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না। কিন্তু আইনে তার উল্লেখ নেই। তাই বিভ্রান্তি তৈরি হয়েছে।
দেশ জুড়ে যে আন্দোলন হচ্ছে সে কথা উল্লেখ করে প্রস্তাবে বলা হয়েছে, এই আইন দেশের সংবিধানের বিরুদ্ধে। কেন্দ্রের শাসকদল ধর্মের নামে মানুষের মধ্যে বিভাজন তৈরি করতে চাইছে বলেও লেখা হয়েছে রাজ্য আইনসভার ওই প্রস্তাবে।
শুধু সিএএ নয়। জাতীয় নাগরিক পঞ্জিকরণ ও জাতীয় জনগণনা পঞ্জি নিয়েও জনমানসে চরম আতঙ্ক তৈরি হয়েছে বলে লেখা হয়েছে ওই প্রস্তাবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন