বুধবার, ২৯ জানুয়ারী, ২০২০

মুর্শিদাবাদের জলঙ্গি থানার সাহেবনগরে সিএএ বিরোধী বিক্ষোভে গুলি চালানোর অভিযোগ

CAA, NRC-র প্রতিবাদ করার সময় গুলি চালানোর অভিযোগ উঠল মুর্শিদাবাদের জলঙ্গিতে। গুলিবিদ্ধ হয়ে ২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বুধবার সকালে জলঙ্গির সাহেবনগর এলাকায় সংশোধিত নাগরিকত্ব আইন ও এনআরসির বিরোধিতায় বেশ কয়েকজন পথ অবরোধ করেন। সেই সময় সংঘর্ষ শুরু হয়। অভিযোগ, সংঘর্ষের সময়
বোমা ছোড়া হয়। এর পর আচমকা কেউ গুলি চালিয়ে দেয়। ঘটনাস্থলে মৃত্যু হয় ২ জনের।
সূত্রের খবর, এ দিন সকালে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে পথ অবরোধ চলে। অভিযোগ, সেই সময় অবরোধে বাধা দেয় আরেকপক্ষ। তাতেই দু’পক্ষের মধ্যে বচসা বেঁধে যায়। শুরু হয় বোমাবাজি। এর পর হঠাৎ কেউ গুলি করে। গুলি গিয়ে লাগে পর পর দু'জনকে। ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁদের। আহত হয় বেশ কয়েকজন। তবে, কে বা কারা সাহেবনগর এলাকায় আচমকা গুলি চালাল, তা এখনও জানা যায়নি।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। নিহতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে গিয়েছেন এলাকার বাসিন্দারা। তবে, আততায়ীর খোঁজ পাওয়া যায় নি। নতুন কোনও অশান্তি যাতে তৈরি না হয় সে কারণে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। অবরোধকারীদের সঙ্গে কথা বলছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জানা গিয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান! পুলিশের জালে '১৫ পুলিশ'

 পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন। ট্রেনি সাব-ইনস্পেক্টর হিসাবে কাজে যোগও দিয়েছিলেন। পুলিশের হাতে...