বুধবার, ২৯ জানুয়ারী, ২০২০

মুর্শিদাবাদের জলঙ্গি থানার সাহেবনগরে সিএএ বিরোধী বিক্ষোভে গুলি চালানোর অভিযোগ

CAA, NRC-র প্রতিবাদ করার সময় গুলি চালানোর অভিযোগ উঠল মুর্শিদাবাদের জলঙ্গিতে। গুলিবিদ্ধ হয়ে ২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বুধবার সকালে জলঙ্গির সাহেবনগর এলাকায় সংশোধিত নাগরিকত্ব আইন ও এনআরসির বিরোধিতায় বেশ কয়েকজন পথ অবরোধ করেন। সেই সময় সংঘর্ষ শুরু হয়। অভিযোগ, সংঘর্ষের সময়
বোমা ছোড়া হয়। এর পর আচমকা কেউ গুলি চালিয়ে দেয়। ঘটনাস্থলে মৃত্যু হয় ২ জনের।
সূত্রের খবর, এ দিন সকালে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে পথ অবরোধ চলে। অভিযোগ, সেই সময় অবরোধে বাধা দেয় আরেকপক্ষ। তাতেই দু’পক্ষের মধ্যে বচসা বেঁধে যায়। শুরু হয় বোমাবাজি। এর পর হঠাৎ কেউ গুলি করে। গুলি গিয়ে লাগে পর পর দু'জনকে। ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁদের। আহত হয় বেশ কয়েকজন। তবে, কে বা কারা সাহেবনগর এলাকায় আচমকা গুলি চালাল, তা এখনও জানা যায়নি।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। নিহতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে গিয়েছেন এলাকার বাসিন্দারা। তবে, আততায়ীর খোঁজ পাওয়া যায় নি। নতুন কোনও অশান্তি যাতে তৈরি না হয় সে কারণে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। অবরোধকারীদের সঙ্গে কথা বলছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জানা গিয়েছে।

সোমবার, ২৭ জানুয়ারী, ২০২০

রাজ্যে সিএএ বিরোধী প্রস্তাব পাশ, সমর্থন দিল বাম-কংগ্রেস

কেরল, পাঞ্জাব, রাজস্থানের পর পশ্চিমবন্দ বিধানসভাতেও পাশ হয়ে গেল সংশধিত নাগরিকত্ব আইন বিরোধী প্রস্তাব। এদিন বিধানসভায় এই প্রস্তাব উত্থাপন করেন রাজ্যের পরিষদীয়মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বাম-কংগ্রেসের সমর্থন নিয়েই পাশ হল প্রস্তাব। প্রস্তাবের বিরোধী বলতে দু’জন বিজেপি বিধায়ক ছিলেন। কিন্তু ভোটাভুটি আর করতে হয়নি।
রাজ্যের তরফে আনা এই প্রস্তাবে স্পষ্ট করে বলা হয়েছে, প্রধানমন্ত্রী বলেছেন কারও নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না। কিন্তু আইনে তার উল্লেখ নেই। তাই বিভ্রান্তি তৈরি হয়েছে।
দেশ জুড়ে যে আন্দোলন হচ্ছে সে কথা উল্লেখ করে প্রস্তাবে বলা হয়েছে, এই আইন দেশের সংবিধানের বিরুদ্ধে। কেন্দ্রের শাসকদল ধর্মের নামে মানুষের মধ্যে বিভাজন তৈরি করতে চাইছে বলেও লেখা হয়েছে রাজ্য আইনসভার ওই প্রস্তাবে।
শুধু সিএএ নয়। জাতীয় নাগরিক পঞ্জিকরণ ও জাতীয় জনগণনা পঞ্জি নিয়েও জনমানসে চরম আতঙ্ক তৈরি হয়েছে বলে লেখা হয়েছে ওই প্রস্তাবে।

শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২০

কল্যাণী বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা

কল্যাণী বিশ্ববিদ্যালয়ের মধ্যে নজিরবিহীন ভাবে উপাচার্য ও সহ উপাচার্য বচসায় জড়িয়ে পড়লেন। উপাচার্যের বিরুদ্ধে বেনিয়মের অভিযোগ তুলে অবস্থানে বসেন সহ উপাচার্য, রেজিস্ট্রার। পরে অসুস্থ হয়ে পড়ায় সহ উপাচার্যকে হাসপাতালে ভর্তি করা হয়। 

শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২০

CAA-কে সমর্থন রবি শাস্ত্রীর

 সিএএ নিয়ে বিরোধের শেষ নেই। রাজনৈতিক ব্যক্তিত্ব তো আছেই, সিনে দুনিয়ার এবং বিশিষ্টদের বড় বড় নামও এই আইনের বিরোধিতা করেছে। এককথায়, সিএএ নিয়ে দেশজুড়ে এখন উত্তেজনার পারদ তুঙ্গে। এরই মধ্যে চমক দিলেন ভারতীয় কোচ রবি শাস্ত্রী। কোনও ধোঁয়াশা না রেখেই সরাসরি কেন্দ্রীয় নাগরিকত্ব আইনকে সমর্থন জানালেন তিনি। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে সিএএ নিয়ে নিজের মত পোষণ করেন ভারতীয় কোচ।

শাস্ত্রীর কথায়, ‘আমার মনে হয় কিছু সুফল অবশ্যই রয়েছে। সরকার এ নিয়ে হয়তো নিশ্চয়ই ভেবেছে। শুধু ধর্মকে নিয়ে ভাবা ঠিক হবে না, ভারতীয় হিসেবে ভাবতে হবে। মনে হয়, অনেককিছু ভাল আমাদের জন্য অপেক্ষা করতে হবে। ধৈর্য্য রাখতে হবে।’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রবি শাস্ত্রীর সখ্যতা নতুন কিছু নয়। সেই প্রেক্ষিতে তাঁর সিএএ নিয়ে সমর্থন কিছু মিরাকেল নয়। তবে বহু তারকাই এই নিয়ে মুখ খোলেননি এখনও। সেই পরিপ্রেক্ষিতে রবি শাস্ত্রীর এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে হয়।

এদিকে, বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী জুহি চাওলাও মোদী সরকারের এই সিএএকে পরোক্ষ সমর্থন জানিয়েছেন। প্রধানমন্ত্রীর ভূয়শি প্রশংসা করে তিনি বলেছেন, ‘গত পাঁচ বছরে এমন কেউ আছেন যিনি একটিও ছুটি নেননি। এমনকি কখনও ডে অফও নেননি? একমাত্র একজনই আছেন যিনি কোনও ছুটি নেননি। অক্লান্ত পরিশ্রম করে গেছেন। তিনি হলেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানেন, দেশের জন্য কী করতে হবে। তিনি সারাক্ষণই দেশের উন্নতির কথা ভেবে চলেন। তিনি দেশের জনগণের কথা ভাবেন এবং নাগরিকদের জন্য কী করা উচিত তাও তিনি সর্বক্ষণ চিন্তাভাবনা করছেন।’

বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২০

৬ বছর আগে মৃত, উত্তর প্রদেশ পুলিশ পাঠাল নাগরিকত্ব আইনের প্রতিবাদে সংঘর্ষের অভিযোগে নোটিস

লখনউ: সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভের সময় শান্তিভঙ্গের অভিযোগে ২০০ জনকে নোটিস পাঠিয়েছে উত্তর প্রদেশ পুলিশ। আর এবার প্রশ্ন উঠছে পুলিশের কার্যপদ্ধতি নিয়ে। অভিযোগ, তারা এমন এক ব্যক্তির বিরুদ্ধে নোটিস পাঠিয়ে দিয়েছে, যিনি ৬ বছর আগে মারা গিয়েছেন।

মৃতের নাম বন্নে খান। ফিরোজাবাদ পুলিশ তাঁকে সিটি ম্যাজিস্ট্রেটের সামনে হাজির হওয়ার নোটিস দিয়েছে। এতেই শেষ নয়, বলেছে, ১০ লাখ টাকার বিনিময়ে তাঁকে জামিন নিতে হবে। বন্নে খান ছাড়াও নোটিস পাঠানো হয়েছে ৯০ বছর বয়স্ক সুফি আনসার হুসেনকে। গত ৫৮ বছর ধরে জামা মসজিদে কাজ করছেন তিনি। নোটিস পেয়েছেন ৯৩ বছরের সমাজকর্মী ফসাহত মির খাঁও।

২০ ডিসেম্বর সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভের সময় হিংসার আশ্রয় নেওয়া ২০০ ব্যক্তির নাম ঠিকানা বার করে তাদের বিরুদ্ধে নোটিস পাঠিয়েছে পুলিশ। অভিযোগ করেছে, তাদের জন্য রাজ্যের নিরাপত্তা সঙ্কটে।

পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান! পুলিশের জালে '১৫ পুলিশ'

 পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন। ট্রেনি সাব-ইনস্পেক্টর হিসাবে কাজে যোগও দিয়েছিলেন। পুলিশের হাতে...