#কলকাতা: যেমনটা ঠিক ছিল, তেমনটাই হল...শহরে এসে পড়েছেন লাল সিং চড্ডা। নিউজ ১৮ বাংলাই প্রথম জানিয়েছিল 'ফরেস্ট গাম্প' এর অফিশিয়াল রিমেক 'লাল সিং চড্ডা'-র শ্যুটিং হবে কলকাতায়। তার জন্যই শহরে পা রাখলেন আমির খান । সন্ধেবেলা গাল ভর্তি দাঁড়িতে আমিরকে দেখে অনেকেই চমকে গিয়েছিলেন। খোশমেজাজেই আলোকচিত্রীদের উদ্দেশ্যে পোজ দিলেন 'মিস্টার পারফেকশনিস্ট'। রাত পোহালেই কাক ভোরে শ্যুটিং ! আমিরকে হাওড়া ব্রিজে দেখে চমকে যেতে পারেন কিন্তু ! ১৯৯৪ সালে মুক্তি পাওয়া টম হ্যাঙ্কস এর 'ফরেস্ট গাম্প' এর মতই লাল সিংহ চড্ডা র চোখ দিয়ে উঠে আসবে ক্রমশ পাল্টে যাওয়া ভারতবর্ষের ছবি। বাবরি মসজিদ ধবংস থেকে নরেন্দ্র মোদির উত্থান বাদ যাবে না কিছুই। প্রায় ১০০-টি লোকেশনে হবে ছবির শ্যুটিং।
এর আগে, 'থ্রি ইডিয়টস'-এর প্রচারে ছদ্মবেশে এসে শহরবাসীকে চমকে দিয়েছিলেন আমির খান, ফর আরেকবার 'দাড়িওয়ালা' আবতারে কলকাতাকে চমকালেন আমির! শীত এলেই গরম পোশাক, কমলা লেবুর যেমন চল হয়। তেমনই কলকাতায় এলে শুরু হয়ে যায় বলিউডি ভিড়। অজয় দেবগন এখনও শহর ছাড়েননি। এরই মধ্যে এসে পড়লেন আমির।
এর আগে, 'থ্রি ইডিয়টস'-এর প্রচারে ছদ্মবেশে এসে শহরবাসীকে চমকে দিয়েছিলেন আমির খান, ফর আরেকবার 'দাড়িওয়ালা' আবতারে কলকাতাকে চমকালেন আমির! শীত এলেই গরম পোশাক, কমলা লেবুর যেমন চল হয়। তেমনই কলকাতায় এলে শুরু হয়ে যায় বলিউডি ভিড়। অজয় দেবগন এখনও শহর ছাড়েননি। এরই মধ্যে এসে পড়লেন আমির।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন