মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯

নতুন বছরে মুর্শিদাবাদ ভেঙে দুই পুলিশ জেলা হল! নিয়োগ করা হল দু’জন পুলিশ সুপারকে।

মুর্শিদাবাদ জেলাকে মুর্শিদাবাদ সদর এবং জঙ্গিপুর পুলিশ জেলাতে ভাগ করে দু’টি পুলিশ সুপারের পদ তৈরি করা হল। জঙ্গিপুর পুলিশ জেলার দায়িত্ব পেলেন অভিষেক গুপ্ত এবং মুর্শিদাবাদ পুলিশ জেলার দায়িত্ব পেলেন অজিত সিংহ যাদব। তবে তাঁদের উপরে থাকবেন মুকেশ কুমার। তিনি বর্তমানে মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার। তিনি পদোন্নতি পেলেন এবং ডিআইজি হিসাবে ওই জেলারই তদারকির দায়িত্বে থাকবেন।

ক্রমাগত বাড়তে থাকা সাইবার অপরাধের জন্য সিআইডিতে তৈরি করা হল নতুন পদ ডিআইজি (সাইবার ক্রাইম)। সেই পদের দায়িত্ব পেলেন মিতেশ জৈন। মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি বাস্তব বৈদ্য পদোন্নতি পেয়ে হলেন আইজি (সিআইডি)। বুধবার বছরের প্রথম দিন সবাইকে নতুন পদের দায়িত্ব নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।



সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯

ফের বাড়ল প্যান-আধার সংযুক্তিকরণের সময়সীমা, জেনে নিন খুঁটিনাটি

বছর শেষে সুখবর। আরও একবার আধার ও প্যান কার্ডের সংযুক্তিকরণের সময়সীমা বাড়ানো হল। সোমবার সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেসের (CBDT) তরফে মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করা হয়।

৩১ ডিসেম্বর অর্থাৎ আজ আধার কার্ডের (Adhaar Card) সঙ্গে প্যান কার্ড (Pan Card) লিংক করার শেষ দিন ছিল। এই ডেডলাইনের মধ্যে লিংক করাতে না পারলে গ্রাহকদের প্যান কার্ড অকেজো হয়ে যাবে। CBDT এও জানিয়েছিল, এক্ষেত্রে যে সমস্ত জায়গায় প্যান কার্ড আবশ্যক, সেখানে সমস্যায় পড়তে হতে পারে। কিন্তু অনেক সাধারণ মানুষই এখনও পর্যন্ত এই কাজটি করে উঠতে পারেননি। তাঁদের কথা ভেবেই আরও একবার বাড়ানো হল সংযুক্তিকরণের মেয়াদ। CBDT জানিয়েছে, ২০২০ সালের ৩১ মার্চ পর্যন্ত আধার-প্যান লিংক করা যাবে। স্বাভাবিকভাবেই এই ঘোষণায় বছর শেষে মিলেছে স্বস্তি।

এই নিয়ে অষ্টমবার আধার-প্যান কার্ড সংযোগের সময়সীমা বাড়ানো হল। প্রাথমিকভাবে গত বছর ৩০ জুন সংযুক্তিকরণের শেষ তারিখ হিসেবে নির্ধারণ করা হয়েছিল। তবে CBDT-র তরফে ডেডলাইন বাড়িয়ে দেওয়া হয়। নির্দেশিকা জারি করে বলা হয়, ২০১৯ সালের ৩১ মার্চের মধ্যে সংযুক্তি করতেই হবে। তারপর সংযুক্তিকরণের সময়সীমা আরও ছ’মাস বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর করা হয়। তাতেও অধিকাংশ নাগরিক দুই গুরুত্বপূর্ণ নথি সংযুক্তিকরণ না করানোয় ডেডলাইন আরও বাড়ানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্র। নতুন ডেডলাইন করা হয় ৩১ ডিসেম্বর ২০১৯। আয়কর আইন ১৯৬১-র ১৩৯এএ ধারার সাব-সেকশন ২-এ উল্লেখ্য সংযুক্তিকরণের মেয়াদ ফের বাড়ল বছর শেষে।

যাঁরা এখনও পর্যন্ত আধার ও প্যাড কার্ড লিংক করেননি, সবরকম সমস্যা থেকে দূরে থাকতে তাঁরা আগামী তিন মাসের মধ্যে তা করিয়ে ফেলুন। অনলাইনে সংযুক্তিকরণের প্রক্রিয়া খুব একটা কঠিন নয়। অনলাইনে আয়কর দপ্তরের সরকারি পোর্টালে গিয়ে লগ ইন করে। বা শুধুমাত্র আয়কর দপ্তরের হোম পেজে গিয়ে ‘লিংক আধার’ অপশনটি ক্লিক করবেন। অফলাইনেও দু’ভাবে আধার ও প্যান লিংক করা যায়। প্রথমত, কোনও তথ্য মিত্র কেন্দ্রে গিয়ে অ্যানেক্সচার-১ ফর্ম ভরতি করে। দ্বিতীয়ত এসএমএসের মাধ্যমে। আপনার মোবাইল থেকে লিখুন, ইউআইডিপ্যান (স্পেস) আপনার আধার নম্বর (স্পেস) প্যান নম্বর। তারপর এসএমএসটি ৫৬৭৬৭৮ বা ৫৬১৬১ নম্বরে পাঠিয়ে দিন।

#BigBreking:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে আগুন, ঘটনাস্থলে দমকলের ৯টি ইঞ্জিন

মহানগর ওয়েবডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে লাগল আগুন। সংবাদ সূত্রে খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিল্লির বাসভবনে এই আগুন লেগেছে। দিল্লির ৭ লোক কল্যাণ মার্গে এই আগুন লাগার খবর পেয়ে ৯টি দমকলের ৯টি ইঞ্জিন ছুটে গিয়েছে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে বলা হয়েছে, তেমন বড় আগুন লাগেনি। সন্ধে ৭টা ২৫ নাগাদ এই আগুন লাগে। আগুন লাগার প্রধানমন্ত্রী বাসভবনে ছিলেন কিনা তা জানা যায়নি।

শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯

আজ 22 ডিসেম্বর জাতীয় গনিত দিবস, শ্রেষ্ট গণিতজ্ঞ রামানুজনের জন্মদিন

আজ ২২ ডিসেম্বর, জাতীয় গনিত দিবস। এক ভারতীয় গণিতবিদের সম্মানে এই দিনটি পালিত হয়। তাঁর চোখ দুটি জ্বলজ্বলে, দিপ্তীময়। প্রখর স্মৃতিশক্তির অধিকারী এক বিস্ময় মানব তিনি। এই প্রতিভা ভারতীয় গণিতের তথাকথিত লেজেন্ড আর কেউ নন টাউ(τ) অপেক্ষকের আবিষ্কর্তা, তথা প্রাচ্যের অন্যতম শ্রেষ্ট গণিতজ্ঞ রামানুজন ওরফে শ্রীনিবাস রামানুজন আয়েঙ্গার। তিনি ১৮৮৭ সালের ঠিক আজকের দিনেই, অর্থাৎ ২২ শে ডিসেম্বরে মাদ্রাজ (এখন তামিলনাড়ু) রাজ্যের তাঞ্জোর জেলার প্রাচীন শহর কুম্ভকোনমের এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহন করেন। তিনি ছোটোবেলা থেকেই গনিত ছাড়া অন্যসব বিষয়গুলো পড়তে চাইতেন না। পরবর্তীতে এই কারণেই তাঁকে একসময় কলেজের এফ.এ ডিগ্রি হারাতে হয়। কলেজের দরজা আর পেরোতে পারেননি তিনি। তা সত্ত্বেও গনিতের প্রবল দক্ষতা আর সূত্র ও উপপাদ্য আবিষ্কারের অনাবিল আনন্দে তিনি মেতে ওঠেন। এরপর তাঁর একের পর এক গবেষণাপত্র প্রকাশ পায় ইন্ডিয়ান ম্যাথমেথিক্যাল সোসাইটির জার্নালে। তারপর গবেষণার জন্য একসময় ইংল্যান্ডে পাড়ি দেন তিনি। সেখানে প্রাশ্চাত্যের গনিতজ্ঞদেরও মন জয় করেন। ভারতীয় গণিতবিদ্যায় এই মানুষটির অবদান অনেক।

শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৯

Exclusive: কলকাতায় আমির খান,আজ ভোর থেকে শুরু শ্যুটিং

#কলকাতা: যেমনটা ঠিক ছিল, তেমনটাই হল...শহরে এসে পড়েছেন লাল সিং চড্ডা। নিউজ ১৮ বাংলাই প্রথম জানিয়েছিল 'ফরেস্ট গাম্প' এর অফিশিয়াল রিমেক 'লাল সিং চড্ডা'-র শ্যুটিং হবে কলকাতায়। তার জন্যই শহরে পা রাখলেন আমির খান । সন্ধেবেলা গাল ভর্তি দাঁড়িতে আমিরকে দেখে অনেকেই চমকে গিয়েছিলেন। খোশমেজাজেই আলোকচিত্রীদের উদ্দেশ্যে পোজ দিলেন 'মিস্টার পারফেকশনিস্ট'। রাত পোহালেই কাক ভোরে শ্যুটিং ! আমিরকে হাওড়া ব্রিজে দেখে চমকে যেতে পারেন কিন্তু ! ১৯৯৪ সালে মুক্তি পাওয়া টম হ্যাঙ্কস এর 'ফরেস্ট গাম্প' এর মতই লাল সিংহ চড্ডা র চোখ দিয়ে উঠে আসবে ক্রমশ পাল্টে যাওয়া ভারতবর্ষের ছবি। বাবরি মসজিদ ধবংস থেকে নরেন্দ্র মোদির উত্থান বাদ যাবে না কিছুই। প্রায় ১০০-টি লোকেশনে হবে ছবির শ্যুটিং।

এর আগে, 'থ্রি ইডিয়টস'-এর প্রচারে ছদ্মবেশে এসে শহরবাসীকে চমকে দিয়েছিলেন আমির খান, ফর আরেকবার 'দাড়িওয়ালা' আবতারে কলকাতাকে চমকালেন আমির! শীত এলেই গরম পোশাক, কমলা লেবুর যেমন চল হয়। তেমনই কলকাতায় এলে শুরু হয়ে যায় বলিউডি ভিড়। অজয় দেবগন এখনও শহর ছাড়েননি। এরই মধ্যে এসে পড়লেন আমির।

বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯

হায়দরাবাদ গণধর্ষণ কাণ্ডের ৪ অভিযুক্তকেই এনকাউন্টারে খতম করল পুলিশ

পুলিশের গুলিতে খতম হায়দরাবাদ গণধর্ষণ কাণ্ডের ৪ অভিযুক্ত। শুক্রবার ভোর সাড়ে তিনটে নাগাদ সামশাবাদের কাছে ৪৪ নম্বর জাতীয় সড়কে ঘটনার পুনর্নির্মাণ করতে নিয়ে যাওয়া হয়েছিল ওই চার অভিযুক্তকে। সেই সময় পালানোর চেষ্টা করে তারা। পালানো আটকাতে গিয়ে পুলিশ ওই চারজনকে লক্ষ্য করে গুলি চালায়। তাতেই মৃত্যু হয় তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনে অভিযুক্ত চারজনের।
গত ২৮ নভেম্বর হায়দরাবাদের অদূরে সামশাবাদের টোলপ্লাজায় স্কুটি রেখে অন্য এক চিকিৎসকের সঙ্গে দেখা করতে যান তরুণী। রাত সাড়ে নটা নাগাদ স্কুটি নিতে গিয়ে দেখেন তার চাকা পাংচার হয়ে গিয়েছে। কীভাবে বাড়ি ফিরবেন তা নিয়ে চিন্তায় পড়ে যান। ইতিমধ্যেই দু’জন যুবক তাঁর কাছে এসে সাহায্যের প্রতিশ্রুতি দেয়। কিছুক্ষণ কথাবার্তার পরেই রাজি হয়ে যান তরুণী। ওই যুবকেরা তাঁর স্কুটি নিয়ে যায়। ফিরে এসে জানায় স্কুটি সারানো সম্ভব হয়নি। তবে তরুণী চিকিৎসককে তারপরেও বাড়ি ফিরতে সাহায্য করার আশ্বাস দেয় ওই যুবকেরা। ঠিক সেই সময় ফোনে বোনের সঙ্গে কথা বলছিলেন তরুণী। তিনি জানান ভয় লাগছে। ইতিমধ্যে আরও দু’জন যুবক ঘটনাস্থলে জড়ো হয়ে যায়। ওই চিকিৎসককে নির্জন এক স্থানে নিয়ে চলে যাওয়া হয়। সেখানেই চারজন মিলে ধর্ষণ করে তাঁকে। চিৎকার থামাতে মদ্যপান করানো হয় তাঁকে। অত্যাচারে মৃত্যু হয় নির্যাতিতার। লরিতে চড়িয়ে তাঁর দেহ অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। নম্বর প্লেট খুলে ফেলে দেওয়া হয় স্কুটির। পুলিশের দাবি, মৃত্যুর পর ওই লরিতেও তরুণীকে ধর্ষণ করে চার অভিযুক্ত। এরপর পেট্রল ঢেলে ব্রিজের নিচে পুড়িয়ে দেওয়া হয় নির্যাতিতাকে। পরেরদিন ব্রিজের নিচ থেকে গলায় থাকা গণেশের লকেট দেখে তরুণী চিকিৎসকের অগ্নিদগ্ধ দেহ শনাক্ত করেন পরিজনেরা।

এই ঘটনার প্রায় ৪৮ ঘণ্টার মধ্যেই অভিযুক্ত জল্লু শিবা, জল্লু নবীন মহম্মদ আরিফ, এবং চিন্তাকুন্টা চেন্নাকেশাভুলু নামে চার অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। আপাতত জেল হেফাজতেই ছিল তারা। শুক্রবার ভোররাতে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় চার অভিযুক্তকে। সেখানে ঘটনার পুনর্নির্মাণ করা হয়। তবে সেই সময় পালানোর চেষ্টা করে অভিযুক্তরা। বাধ্য হয়ে গুলি চালায় পুলিশ। তাতেই মৃত্যু হয় চার অভিযুক্তের।

পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান! পুলিশের জালে '১৫ পুলিশ'

 পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন। ট্রেনি সাব-ইনস্পেক্টর হিসাবে কাজে যোগও দিয়েছিলেন। পুলিশের হাতে...