শনিবার, ২ নভেম্বর, ২০১৯

প্রকাশিত হল WBCS (ADVERTISEMENT No.- 22 /2019) এর বিজ্ঞপ্তি, দেখে নিন!

রাজ্যের চাকুরী প্রার্থীদের কাছে স্বপ্ন হল WBCS অফিসার হওয়া। পশ্চিমবঙ্গ সরকারের উচ্চ পদস্থ কর্মচারী নিয়োগের এই স্বপ্ন পূরণের পরীক্ষা হল এই ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস (এক্সিকিউটিভ)। প্রকাশিত হল WBCS অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি।
বয়স এবং শিক্ষাগত যোগ্যতা:
যেকোন শাখার স্নাতক হলেই এই পরীক্ষায় বসা যায়। বয়স হতে হবে ২১-৩৬ (গ্রুপ Bর ক্ষেত্রে ন্যূনতম বয়স ২০, D গ্রুপের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩৯)। সংরক্ষিত প্রার্থীদের নিয়ম অনুসারে বয়সের ছাড় আছে।
পরীক্ষার ধরণ:
এই পরীক্ষাটি তিনটি ধাপে হয়ে থাকে- ১) প্রিলি, ২) মেইন এবং ৩) ইন্টার্ভিউ
১) প্রিলি: জেনারেল স্টাডিজ এর উপর প্রথম ধাপ এটি। মোট ২০০ টি এমসিকিউ ধরনের প্রশ্ন থাকে। প্রতিটির মান ১ নম্বর। নেগেটিভ নম্বর থাকে। মোট সময় থাকবে ২ঘন্টা ৩০ মিনিট৷
২) মেইন: প্রিলিতে পাশ করলে মেইন পরীক্ষায় বসা যায়। মেইন পরীক্ষায় মোট ৬ টি compulsory papers থাকে এবং একটি Optional paper থাকে৷ প্রত্যেক compulsory papers মোট ২০০ করে৷ এছাড়া A , B গ্রুপের জন্য একটি Optional paper বেছে নিতে হয়। গ্রুপ C ও D এর জন্য অপশনাল পেপার নেওয়ার দরকার নেই। প্রতিটি পেপারের জন্য সময় বরাদ্দ ৩ ঘন্টা৷
৩) ইন্টার্ভিউ: WBCS পরীক্ষার শেষ ধাপে হল ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট। A গ্রুপ এবং B গ্রুপ এর জন্য ২০০ নম্বরের ইন্টারভিউ নেওয়া হয়। গ্রুপ C র জন্য ১৫০ নম্বরের এবং গ্রুপ D র জন্য ১০০ নম্বরের ইন্টারভিউ নেওয়া হয় থাকে।
পরীক্ষার তারিখ:
প্রিলি পরীক্ষা রাজ্যের বিভিন্ন কেন্দ্রে ৯ ই ফেব্রুয়ারী, ২০২০ তে অনুষ্ঠিত হবে। মেইন পরীক্ষা ওই বছরেই কেবল কলকাতায় অনুষ্ঠিত হবে। তার পরে কলকাতার পাবলিক সার্ভিস কমিশনের কার্যালয়ে ইন্টার্ভিউ নেওয়া হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান! পুলিশের জালে '১৫ পুলিশ'

 পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন। ট্রেনি সাব-ইনস্পেক্টর হিসাবে কাজে যোগও দিয়েছিলেন। পুলিশের হাতে...