রবিবার, ৩ নভেম্বর, ২০১৯

আসছে তীব্র ঘূর্ণিঝড় 'মহা', জোরালো নিম্নচাপ বঙ্গোপসাগরেও

হাইলাইটস

  • আরব সাগরে জোড়া ঘূর্ণিঝড়ের পর কি এবার বঙ্গোপসাগরের পালা?
  • মৌসম ভবন জানিয়েছে, নভেম্বরের প্রথম সপ্তাহেই একটি গভীর নিম্নচাপের উদয় হতে চলেছে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে।
  • তারপরও শক্তি বাড়াবে নিম্নচাপ। তবে ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, তা স্পষ্ট করেননি আবহবিদরা।

আরব সাগরে জোড়া ঘূর্ণিঝড়ের পর কি এবার বঙ্গোপসাগরের পালা? এখনও পর্যন্ত সেই প্রশ্নের সরাসরি উত্তর না-পাওয়া গেলেও, মৌসম ভবন জানিয়েছে, নভেম্বরের প্রথম সপ্তাহেই একটি গভীর নিম্নচাপের উদয় হতে চলেছে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে। তারপরও শক্তি বাড়াবে নিম্নচাপ। তবে ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, তা স্পষ্ট করেননি আবহবিদরা।

নিম্নচাপ উত্তর-পশ্চিম অভিমুখে এগোবে। ৯ নভেম্বর থেকে দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্র উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। ঝোড়ো বাতাসও বইবে। বাংলায় এর কোনও প্রভাব কি না, তা-ও স্পষ্ট নয়।

অন্য দিকে, তীব্র ঘূর্ণিঝড় 'মহা' বুধবার রাতে দিউ এবং দ্বারকার মধ্যে দিয়ে গুজরাটের স্থলভাগে ঢুকবে। ওই অঞ্চলে ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে। সুপার সাইক্লোন কিয়ার মামুলি নিম্নচাপে পরিণত হয়ে সোমালিয়ার দিকে সরে গিয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান! পুলিশের জালে '১৫ পুলিশ'

 পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন। ট্রেনি সাব-ইনস্পেক্টর হিসাবে কাজে যোগও দিয়েছিলেন। পুলিশের হাতে...