বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯

বিচারপতি পদে স্বপ্নের উড়ান ২১ বছরের ময়াঙ্ক, আইন পরীক্ষায় ইতিহাস গড়ল

মাত্র ২১ বছর বয়সে আইনের পরীক্ষায় প্রথম হয়ে ইতিহাস গড়ল রাজস্থানের মানসরোবরের ময়াঙ্ক প্রতাপ সিং৷ সম্ভবতঃ দেশের কনিষ্ঠতম আইনজীবী ময়াঙ্ক৷ কারণ এতদিন শোর্দ্ধরাই আইনের পরীক্ষায় বসার সুযোগ পেতেন।
এবছর জানুয়ারিতে সেই বয়স কমিয়ে ২১ বছর করে রাজস্থান হাইকোর্ট৷ আর প্রথম সুযোগটাকেই কাজে লাগায় ময়াঙ্ক৷ রাজস্থান ইউনিভার্সিটি থেকে গত এপ্রিলেই আইনের পড়া শেষ করে পরীক্ষার প্রস্তুতি শুরু করেছিল৷ প্রথমবার পরীক্ষায় বসেই এই সফলতা পেল ময়াঙ্ক৷ ২০১৮-র আরজেএস ভর্তি পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছে ১৯৭ জন পরীক্ষার্থী৷ এদের মধ্যেই প্রথম স্থান পায় ময়াঙ্ক৷
বিচারপতি হওয়ার স্বপ্ন পূরণ করতেই এত কম বয়সে আইনের পরীক্ষায় বসে ময়াঙ্ক৷ তবে লক্ষ্যে পৌঁছোতে এখনও দীর্ঘ অপেক্ষা করতে হবে তাঁকে৷ কারণ নিয়মানুসারে বিচারপতি হওয়ার ন্যূনতম বয়সসীমা ৩৫বছর৷ তবে ময়াঙ্কর মতে লক্ষ্য স্থির থাকলে সফলতা আসবেই৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান! পুলিশের জালে '১৫ পুলিশ'

 পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন। ট্রেনি সাব-ইনস্পেক্টর হিসাবে কাজে যোগও দিয়েছিলেন। পুলিশের হাতে...