এই ধরনের ঘৃণ্য অপরাধকে রেয়াত নয়, মত AIMIM নেতা আসাদউদ্দিন ওয়েইসি’র। এদিন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জিয়াগঞ্জ হত্যাকাণ্ডের অপরাধীদের কঠোর সাজা দাবি তোলেন। টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে এই আবেদন জানান ওয়েইসি।
বৃহস্পতিবার নিজের টুইটে AIMIM নেতা লেখেন, ‘(জিয়াগঞ্জ হত্যাকাণ্ডে) অপরাধীদের কঠোরতম সাজা নিশ্চিত করতে হবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে।’
It's essential that @MamataOfficial ensures that the culprits see the highest possible punishment for this dastardly crime
প্রসঙ্গত, নবমীর রাতে মুর্শিদাবাদের জিয়াগঞ্জে নৃশংস ভাবে খুন করা হয় স্কুল শিক্ষক বন্ধুগোপাল পাল (৩৫), তাঁর গর্ভবতী স্ত্রী বিউটি ও ৬ বছরের ছেলে। পরদিন সকালে বাড়ি থেকে উদ্ধার হয় তিন জনের দেহ। ঘটনা প্রকাশ্যে আসতেই RSS জানায়, নিহত বন্ধগোপাল পাল তাদের কর্মী ছিলেন। আর সে কারণেই তাঁকে সপরিবারে খুন করা হয়। যদিও পুলিশ দাবি করেছে যে এই ঘটনার সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই।
https://www.facebook.com/ItyadiNewsMsd/
https://www.facebook.com/ItyadiNewsMsd/
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন