NRC আতঙ্কে রাজ্য! দীর্ঘক্ষণ রেশন কার্ড করানোর লাইনে দাঁড়িয়ে মৃত এক

রেশন কার্ড করতে এসে মৃত্যু এক ব্যক্তি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ভিডিও অফিসের ঘটনা আজ সকাল ৭ টায় বালুরঘাট বিডিও অফিসে লাইন দেয় জলঘরের মন্টু সরকার নামে এক ব্যক্তি। ১১ টা নাগাদ লাইনে মাথা ঘুরে পরেযায় তিনি সঙ্গে সঙ্গে তার প্রতিবেশীরা বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করে । ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছরায় বিডিও অফিস চত্তরে।

মন্তব্যসমূহ

  1. আপনারা বানানটাও সঠিক লিখতে জানেননা ? বিডিও কে ভিডিও লিখেছেন ? একটা সাধারণ বানানেও ভুল ?

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন