রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯

হরিয়ানাতে মসজিদের ইমাম ও তাঁর স্ত্রীকে কুপিয়ে হত্যা করলো সন্ত্রাসীরা, ঘটনার পর এলাকায় চাঞ্চল্য

হরিয়ানাতে মসজিদের ইমাম ও তাঁর স্ত্রীকে কুপিয়ে হত্যা করলো সন্ত্রাসীরা, ঘটনার পর এলাকায় চাঞ্চল্য। হরিয়ানার সোনিপাট জেলায় একটি হৃদয় বিদারক ঘটনা প্রকাশ পেয়েছে। মসজিদের পাশের একটি ঘরে শুয়ে থাকা ইমাম ও তাঁর স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয় বলে খবর। ইমাম ও তাঁর স্ত্রীকে হত্যার পর এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তাঁদের দুজনের দেহে ১৫ থেকে ২০ টি ধারালো অস্ত্রের চিহ্ন পাওয়া গেছে বলে জানান স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে সোনাইপটের গন্নোর শহরের মানক মাজরা গ্রামের।

রবিবার সকালে গ্রামের লোকেরা নামাজ পড়তে মসজিদে পৌঁছে তাঁরা দেখেন খুন করা হয়েছে। সঙ্গে সঙ্গে তানারা পুলিশকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয়ের দেহ পোস্টমর্টেমের জন্য প্রেরণ করে। এ ঘটনায় পুলিশ অজ্ঞাতপরিচয় লোকদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে এবং তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য, শহীদ ইরফান পানিপথের মাওহালি গ্রামের বাসিন্দা, তিনি মসজিদে ইমামতি করতেন এবং স্ত্রী ইয়াসমিনের সাথে মসজিদের পাশের একটি ঘরে থাকতেন। গনৌরের মানক মাজরি গ্রামে নির্মিত মসজিদে ইরফান গত চার বছর ধরে ইমামতি করছিলেন। এক বছর আগে ইয়াসমিন ওরফে মীনার সাথে তার বিয়ে হয়েছিল। 

ভোর পাঁচটার দিকে ফজরের নামাজের জন্য মসজিদে নামাজিরা উপস্থিত হন, তখন নাসিব নামে এক নামাজি ইমামের রুমে রক্তাক্ত অবস্থায় তাদের দুজনের লাশ দেখতে পান। মসজিদের ইমাম ও তার স্ত্রীের লাশটি বিকৃত করে বর্বরভাবে ছুরিকাঘাত করা হয়েছিল বলে জানান স্থানীয়রা। ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান! পুলিশের জালে '১৫ পুলিশ'

 পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন। ট্রেনি সাব-ইনস্পেক্টর হিসাবে কাজে যোগও দিয়েছিলেন। পুলিশের হাতে...