বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৯

সিপিআইএমের জনসভায় জনপ্লাবনে পরিনত

 সিপিআই(এম) একটি জনসভায় জনপ্লাবনে পরিনতি হয়। মেদিনীপুর এবং রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় জনসমাবেশ করছে সিপিআই(এম) যেখানে সিপিআই(এম) জনসভা করেছে সেখানে ভালো জনতার ভিড় হচ্ছে বলে নেতারা জানান।

মেদিনীপুর জনসভায় প্রধান বক্তা ছিলেন সূর্যকান্ত মিশ্র, রবিন দেব, তরুণ রায়, রাজ্য এবং জেলা নেতৃবৃন্দ। রাজ্য এবং কেন্দ্রের তীব্র সমালোচনা করেন সূর্য বাবু এনআরসি নিয়ে তীব্র সমালোচনা করেন
এনআরসি নিয়ে প্রথম থেকে বিরোধিতা করছে সিপিআই(এম)।

কদিন আগে সিঙ্গুর থেকে নবান্ন অভিযানে বামপন্থী যুব ছাত্র সংগঠনের নবান্ন অভিযানের ডাক দিয়েছিল। অভিযানে ছাত্র-যুব বেকার ছেলে মেয়ের উপর লাঠিচার্জ করেছে পুলিশ এবং টিএমসির সমর্থকরা, তীব্র নিন্দা এবং ধিক্কার জনক ঘটনা বলে অভিযোগ করেন নেতারা।

আরো বলেন বাংলায় কোনো গণতন্ত্র নেই বাংলার মানুষের কোনো কথা বলার অধিকার নেই। চিটফান্ডের যে সকল কাটমানি নিয়েছে নেতা-মন্ত্রীরা চাকরি দিবেন বলে কাটমানি খেয়েছে সেই সকল কাট মানি ফেরত দিতে হবে। বাংলায় যে সকল শিল্প বন্ধ হয়ে যাচ্ছে সে সকল শিল্প পুনরায় চালু করতে হবে। বেকার ছেলে মেয়ের কাজ দিতে হবে, কৃষকের ফসলের দাম দিতে হবে, ধর্ম নিয়ে রাজনীতি বন্ধ করতে হবে, রাজ্য ও কেন্দ্র সরকার কে।

বাংলার মুখ্যমন্ত্রী কদিন আগে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গিয়েছিলেন সেই প্রসঙ্গ সূর্য বাবু বলেন দিদি নিজের দলের নেতা মন্ত্রী ও নিজে বাঁচার জন্য প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গিয়েছে বলে কটাক্ষ করেন।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান! পুলিশের জালে '১৫ পুলিশ'

 পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন। ট্রেনি সাব-ইনস্পেক্টর হিসাবে কাজে যোগও দিয়েছিলেন। পুলিশের হাতে...