বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৯

বাংলাদেশেও বাতিল হচ্ছে ১০০০-৫০০ টাকার নোট ! ভুয়ো খবরে তোলপাড় ওপার বাংলা

১০০০ ও ৫০০ টাকার নোট বাতিল হচ্ছে না বাংলাদেশে। আর এই বাতিল সংক্রান্ত সংবাদও সঠিক নয় বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনই তথ্য জানানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিলের গুজবের প্রেক্ষিতে এই তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবাদ মাধ্যমে ৫০০ ও ১০০০ টাকা মূল্যমানের নোট বাতিলের বিষয়ে কিছু বিভ্রান্তিকর ও মিথ্যা খবর ছাপানো হয়েছে। এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ জনমনে ভীতি সৃষ্টি করছে। ফলে দেশের মুদ্রা ব্যবস্থাপনার স্থিতিশীলতা নষ্ট হতে পারে। ৫০০ ও ১০০০ টাকা নোট বাতিলের পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের নেই। বাংলাদেশ ব্যাংক এই ধরনের কোনও সিদ্ধান্ত নেয়নি এবং সরকারের পক্ষ থেকে এই ধরনের কোনও সিদ্ধান্ত গ্রহণের জন্য বাংলাদেশ ব্যাংককে কোনো নির্দেশ দেওয়া হয়নি।

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২-এ প্রদত্ত ক্ষমতাবলে যে কোনও প্রকার নোট/মুদ্রা/কয়েন মুদ্রণ, ইস্যু কিংবা বাতিল করতে পারে। এই ক্ষমতা শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের ওপর ন্যস্ত করা হয়েছে। এই ধরনের সংবাদ পরিবেশন আইনের লঙ্ঘন। জনমনে বিভ্রান্তি সৃষ্টিকারী সংবাদ প্রকাশ না করতে গণমাধ্যমকে অনুরোধ জানানো হয়েছে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান! পুলিশের জালে '১৫ পুলিশ'

 পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন। ট্রেনি সাব-ইনস্পেক্টর হিসাবে কাজে যোগও দিয়েছিলেন। পুলিশের হাতে...