বুধবার, ২৮ আগস্ট, ২০১৯

৫৫ লক্ষ টাকার বিলাসবহুল বাড়ি উপহার সহ ‘দাবাং থ্রি’তে রানুকে গানের সুযোগ দিলেন ভাইজান

হিমেশ রেশমিয়ার সঙ্গে গান রেকর্ডের পর এবার সলমনও বাংলার রানুর দিকে বাড়ালেন সাহায্যের হাত। সলমনের তরফে ‘দাবাং থ্রি’তে প্লে-ব্যাক করার প্রস্তাব এল রানুর কাছে! শুধু তাই নয়, খাস মুম্বইয়ের বুকে ভাইজানের থেকে একটা আস্ত বাড়ি উপহার পেলেন রানু মণ্ডল।

জাতীয় স্তরের এক সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী রানু মণ্ডলকে উপহার দেওয়া মুম্বইয়ের সেই বিলাস বহুল ফ্ল্যাটের দাম ৫৫ লক্ষ টাকা।কিন্তু একটি মন্তব্যের জেরে ইতিমধ্যেই রানুকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। অতীন্দ্র চক্রবর্তী যার জন্যই আজ রানু মন্ডলকে সকলে চিনলো , সেই সহৃদয় ব্যক্তিকেই ‘ভগবানের চাকর’ বলে নেটিজেনদের রোষানলে পড়েছেন রানু মণ্ডল।

সদ্য হিমেশ রেশমিয়ার সঙ্গে গাওয়া সেই মর্মস্পর্শী কণ্ঠের জাদুতে মেতেছেন খোদ বলিউডের ‘ভাইজান’ l সলমনের পরবর্তী ছবি ‘দাবাং থ্রি’তেও গান গাওয়ার প্রস্তাব ইতিমধ্যে পেয়ে গিয়েছেন রানু। রানুর কণ্ঠে ‘তেরি মেরি কাহানি’ শুনে নাকি সলমন নিজেও আবেগে ভেসে গিয়েছিলেন। আর তাতেই ৫৫ লক্ষ টাকার বিলাসবহুল বাড়ি সহ ‘দাবাং থ্রি’তে রানুকে গানের সুযোগ দিলেন ভাইজান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান! পুলিশের জালে '১৫ পুলিশ'

 পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন। ট্রেনি সাব-ইনস্পেক্টর হিসাবে কাজে যোগও দিয়েছিলেন। পুলিশের হাতে...