শনিবার, ২৪ আগস্ট, ২০১৯

রূপকথার রানু এবার ‘বিগ বসে’, ডাক পাঠালেন ভাইজান

রানু মণ্ডল৷ এ যেন এক রূপকথার গল্প৷ ফিরে আসার লড়াই৷ সাফল্যের আস্বাদ৷ সোশ্যাল মিডিয়ায় হাত ধরে চালচুলোহীন রানু মণ্ডল আজ জনপ্রিয়তার শীর্ষে৷ দু’দিন আগেও যাঁর ঠিকানা ছিল রানাঘাটের চার নম্বর প্ল্যাটফর্ম, সেই রানুর উত্থান ঘটে গিয়েছে বলিপাড়ায়৷ রানুর গানে তোলপাড় সোশ্যাল মিডিয়া৷ হিমেশ রেশমিয়ার সঙ্গে গানের সাফল্যের পর এবার রানুর পরবর্তী গন্তব্য বিগ বস৷

সম্প্রতি, বলিপাড়ায় বিভিন্ন মিউজিক স্টেশনে তাঁকে দেখা গিয়েছে৷ কখনও বিভিন্ন রিয়েলিটি শোয়, কখনও হিমেশ রেশমিয়ার সঙ্গে গান রেকর্ডিং৷ সেই গানও ইতিমধ্যেই ভাইরাল৷ এবার আরও একটি নামি রিয়েলিটি শোয় গান শোনা চলেছেন রানু৷ এবার তাঁকে দেখা যাবে সালমান খানের বিগ বসে৷
চলেছেন রানু৷ এবার তাঁকে দেখা যাবে সালমান খানের বিগ বসে৷
জানা গিয়েছে, তাঁকে ভাইজান ডাকে পাঠিয়েছেন৷ ইতিমধ্যেই তিনি বিগ বসে পৌঁছে গিয়েছেন৷ গেস্ট হিসেবে কয়েকটা দিন থাকবেন তিনি৷ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় তাঁর গান ‘তেরি মেরি’ কিছুটা অংশ শোনা গিয়েছে৷ দু’কলি রানুর গান ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে৷ ইতিমধ্যেই কোটি কোটি মানুষের হৃদয় ছুঁয়ে ফেলেছে রানু-হিমেশের ‘তেরি মেরি’ গান৷ শোনা যাচ্ছে, এবার পুজোয় বাজার কাঁপাতে আসছে রানুর পুজোর গান৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান! পুলিশের জালে '১৫ পুলিশ'

 পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন। ট্রেনি সাব-ইনস্পেক্টর হিসাবে কাজে যোগও দিয়েছিলেন। পুলিশের হাতে...