বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০১৯

প্রতি মাসে ১৫ জিবি ডেটা বিনামূল্যে দেওয়ার ঘোষণা দিল্লির মুখ্যমন্ত্রীর

ফের কল্পতরু মুখ্যমন্ত্রী৷ সরকারি বাস ও মেট্রোয় মহিলারা বিনা টিকিটে সফরের অনুমতি, মাসে ২০০ ইউনিট বিদ্যুত ফ্রিতে দেওয়ার পর ফের রাজধানীর বাসিন্দাদের জন্য বড়সড় ঘোষণা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ বিনামূলে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার পর আজ, বৃহস্পতিবার অরবিন্দ কেজরিওয়ালের জানিয়েছেন, রাজ্যের প্রতিটি সরকারি হাসপাতে ফ্রিতে ওয়াইফাই পরিষেবা দেবে সরকার৷ মাসে ১৫ জিবি ডেটা ব্যবহার করা যেতে পারে৷

বৃহস্পতিবার অরবিন্দ কেজরিওয়াল জানান. ‘‘গোটা দিল্লিতে ১১ হাজার হাসপাতালে ফ্রিতে ইন্টারনেট পরিষেবা দেওয়া হবে৷ যাতে রোগী ও ডাক্তাররা এই পরিষেবা পান নিশ্চিত করতে গ্রাহক পিছু মাসে ১৫ ডিবি ডেটা দেওয়া হবে৷’’ তবে, প্রশ্ন উঠছে, হাসপাতালে ফ্রিতে ইন্টারনেট দিয়ে আদৌও কি স্বাস্থ্য পরিষেবায় কোনও উন্নয়নি হবে? নাকি, সস্তার ঘোষণা করে রাজধানীবাসির মন জয়ের চেষ্টা? কেননা, এমনিতেই দেশে ডেটা সস্তা৷ খোদ প্রধানমন্ত্রী বিদেশের মাটিতে দাঁড়িয়ে বলেছিলেন, ‘‘এক লিটার জলের থেকেও ভারতে ডেটার দাম কম৷’’ তবে, এই মন্তব্য নিয়ে কম জলঘোলা হয়নি৷ এবার সেই জলের থেকেও কম দামে বিক্রি হওয়া ডেটা ফ্রিতে দিয়ে আদতে সরকারের অর্থ খরচের কারণ নিয়ে আশঙ্কার মেঘ দেখছেন পর্যবেক্ষণ মহল।

গত সপ্তাহে কেজরিওয়াল জানান, এখন থেকে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে লাগবে না টাকা৷ ২০০ ইউনিট থেকে ৪০০ ইউনিট পর্যন্ত ৫০ শতাংশ ভর্তুকি মিলবে৷ মুখ্যমন্ত্রী জানান, দেশে সবচেয়ে সস্তায় বিদ্যুৎ মেলে দিল্লিতে৷ যখন রাজনীতিবিদরা বিনামূল্যে বিদ্যুৎ পান তখন কেন আম আদমি সেই পরিষেবা থেকে বঞ্চিত হবেন৷ কেজরির এই ঘোষণা রাজধানীর অন্তত ৩৩ শতাংশ মানুষ উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে৷ কারণ, দিল্লির ৩৩ শতাংশ বাসিন্দা মাসে ২০০ ইউনিটের কম বিদ্যুৎ খরচ করেন৷


তবে, মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় দিল্লির বাসিন্দারা স্বস্তি পেলেও রয়েছে আশঙ্কা৷ ঢালাও এই ঘোষণায় সরকারি কোষাগারে টানা পড়ারও আশঙ্কা রয়েছে৷ ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার ঘোষণায় বিদ্যুৎ অপচয় হওয়ারও আশঙ্কা থেকে যাচ্ছে৷ তবে, ঢালাও এই ঘোষণা আম আদমি পার্টির ভোট-ব্যাংক ফুলিয়ে ফাঁপিয়ে তুলবে বলেও মনে করছে পর্যবেক্ষক মহলের একাংশ৷ ২০২০ সালে দিল্লির বিধানসভা নির্বাচন৷ নির্বাচনের আগে এই ঘোষণায় সরকার চাপে পড়লেও কোষাগারে যে টান পড়বে তার আশঙ্কাও করছেন পর্যবেক্ষক মহলের একাংশ।

এর আগে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করেছেন, রাজধানী দিল্লিতে সরকারি বাস এবং মেট্রোয় মহিলারা বিনা টিকিটে সফর করতে পারবেন৷ লোকসভা ভোটে ধুয়ে মুছে সাফ হয়ে যাওয়া আম আদমি পার্টির নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতেই এই ঘোষণা বলে মনে করছেন পর্যবেক্ষক মহল৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান! পুলিশের জালে '১৫ পুলিশ'

 পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন। ট্রেনি সাব-ইনস্পেক্টর হিসাবে কাজে যোগও দিয়েছিলেন। পুলিশের হাতে...