মুর্শিদাবাদের জলঙ্গী থানা ভেঙে তৈরী হলো সাগরপাড়া থানা

শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে ঠিক হয় আরও পাঁচটি নতুন থানা হবে রাজ্যে। এছাড়াও রাজ্যে হতে চলেছে আরও নতুন একটি বিশ্ববিদ্যালয়।

নতুন এই বিশ্ববিদ্যালয়ের নাম হবে স্বামী বিবেকানন্দের নামে। নিউ স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় হবে বলে নবান্নে জানালেন পুরো ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম।

অন্যদিকে জলঙ্গী ভেঙে সাগরপাড়া থানা, নিউটাউন থানা ভেঙে দুটো থানা করা হচ্ছে। ইকোপার্ক থানা ও টেকনোসিটি নিউটাউন থানা। এবং পুজালী আউটপোস্টকে করা হল নতুন থানা।

শুক্রবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে পাস হয়ে গেলেও পুরো ও নগর উন্নয়নমন্ত্রী জানান, আগামী বিধানসভা অধিবেশন এ পাশ হওয়ার পরে এই বিশ্ববিদ্যালয় কারা এবং কোথায় বানানো হবে তা সিদ্ধান্ত হবে।

এছাড়াও ডোমজুড়, সাঁকরাইল, ধুলাগর এই তিনটি জায়গা কে হাওড়া পুলিশ কমিশনার এর আওতায় আনা হবে।

এদিন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সীলমোহর দেয়া হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের পুরো ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম।

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন