মহারাষ্ট্রের ধুলে জেলায় শিরপুরে রাসায়নিক কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু হল কম পক্ষে ৮ জনের৷ কারখানায় আরও বহু শ্রমিক আহত৷ কয়েকজনের অবস্থা গুরুতর৷ ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে বলেই আশঙ্কা৷
শনিবার সকাল পৌনে ১০টা নাগাদ পরপর তীব্র বিস্ফোরণ ঘটে ওয়াঘাড়ি গ্রামের একটি রাসায়নিক কারখানায়৷ তখন ওই কারখানায় ১০০ জনের বেশি শ্রমিক৷ প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ৮ জনের মৃত্যু হয়েছে৷
#UPDATE SP Dhule, Vishwas Pandhare: 6 dead and 43 injured in the incident. #Maharashtra twitter.com/ANI/status/116 …
২৭ জন লোক এই সম্পর্কে কথা বলছেন
শনিবার সকাল পৌনে ১০টা নাগাদ পরপর তীব্র বিস্ফোরণ ঘটে ওয়াঘাড়ি গ্রামের একটি রাসায়নিক কারখানায়৷ তখন ওই কারখানায় ১০০ জনের বেশি শ্রমিক৷ প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ৮ জনের মৃত্যু হয়েছে৷
এক প্রত্যক্ষদর্শীর কথায়, 'একসঙ্গে একাধিক সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে৷ পুলিশ এখনও ৮টি দেহ উদ্ধার করেছে৷ উদ্ধারকাজ এখনও চলছে৷'
ঘটনাস্থলে রয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী, পুলিশ ও দমকল৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন