কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট ১৯৮৬ কে সরিয়ে এবার সংসদে পাশ হল কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট ২০১৯। আরল পাশ হওয়া ওই নতুন বিলে সাফ বলা রয়েছে যে, কোনও সেলেব যদি বিভ্রান্তিকর বিজ্ঞাপনে অভিনয় করেন, তাহলে সেই সেলেব্রিটিকে ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে।
এই বিলের আওতায় একটি নতুন কমিটি গঠন করা হবে । কনজিউমার প্রোটেকশন অথরিটি তৈরি করতে চলেছে সরকার। এর আগে লোকসভায় এই বিলে পেশ করেন মন্ত্রী রাম বিলাস পাসভান। আর এই অথরিটির কাছেই পাঠানো যাবে যাবতীয় অভাব অভিযোগ। প্রসঙ্গ, যে সমস্ত বিজ্ঞাপন সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে , তা নিয়েই যাবতীয় ক্ষোবের কথা জানানো যাবে এই অথরিটিকে। এই নয়া বিল অনুসারে , একবারের অপরাধে ১০ লাখ টাকা জরিমানা হবে সেলিব্রিটির। আর সেই একই অপরাধ দ্বিতীয়বার করলে ৫০ লাখ টাকা পর্যন্ত জরিমানা হবে।
প্রসঙ্গত, বিভিন্ন বিজ্ঞাপনে দেখা গিয়েছে গায়ের রঙ নিয়ে সেলেবরা বিভ্রান্তিকর বার্তা দিচ্ছেন। আর তা ঘিরে বহু সময়ে ক্ষোভ বিক্ষোভ উঠে এসেছে দেশের নানান প্রান্ত থেকে। এবার সেই সমস্ত বিজ্ঞাপনও এই বিলের নজরে আসতে চলেছে
বলে খবর।
এই বিলের আওতায় একটি নতুন কমিটি গঠন করা হবে । কনজিউমার প্রোটেকশন অথরিটি তৈরি করতে চলেছে সরকার। এর আগে লোকসভায় এই বিলে পেশ করেন মন্ত্রী রাম বিলাস পাসভান। আর এই অথরিটির কাছেই পাঠানো যাবে যাবতীয় অভাব অভিযোগ। প্রসঙ্গ, যে সমস্ত বিজ্ঞাপন সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে , তা নিয়েই যাবতীয় ক্ষোবের কথা জানানো যাবে এই অথরিটিকে। এই নয়া বিল অনুসারে , একবারের অপরাধে ১০ লাখ টাকা জরিমানা হবে সেলিব্রিটির। আর সেই একই অপরাধ দ্বিতীয়বার করলে ৫০ লাখ টাকা পর্যন্ত জরিমানা হবে।
প্রসঙ্গত, বিভিন্ন বিজ্ঞাপনে দেখা গিয়েছে গায়ের রঙ নিয়ে সেলেবরা বিভ্রান্তিকর বার্তা দিচ্ছেন। আর তা ঘিরে বহু সময়ে ক্ষোভ বিক্ষোভ উঠে এসেছে দেশের নানান প্রান্ত থেকে। এবার সেই সমস্ত বিজ্ঞাপনও এই বিলের নজরে আসতে চলেছে
বলে খবর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন