শুক্রবার, ১৬ আগস্ট, ২০১৯

এবার আধারের সঙ্গে লিঙ্ক করতে হবে ভোটার আইডি কার্ড!

 প্যান কার্ড, মোবাইল নম্বরের সঙ্গে আধার নম্বর যোগের পর এবার ভোটার আইডি কার্ডের সঙ্গেও আধার নম্বর যোগ করতে চায় নির্বাচন কমিশন। এনিয়ে কমিশন চিঠিও দিল আইন মন্ত্রকে। তাদের দাবি, আধারের সঙ্গে ভোটার আইডি কার্ড লিঙ্ক করালে কমবে ভুয়ো ভোটের সংখ্যা।

বহুদিন ধরেই নির্বাচন কমিশনে দাবি ছিল ভোটার আইডি কার্ডের সঙ্গে আধার যোগ করা হোক। ২০১৬ সালে এ কে জ্যোতি নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই দাবি আরও জোরাল হল। এখনও পর্যন্ত ৩২ কোটি আধার নম্বরের সঙ্গে ভোটার আইডি নম্বর লিঙ্ক করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৫ সালের আধারের সঙ্গে ভোটার আইডি কার্ডের লিঙ্ক করানোর ব্যাপারে প্রথম নির্দেশিকা দেয় নির্বাচন কমিশন। সেই নির্দেশিকার ওপরে স্থগিদাদেশ দেয় সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত সাফ নির্দেশ দেয়, কেন্দ্রের জনকল্যানমূলক প্রকল্প ও রেশন বিতরণ ছাড়া আর কিছুতেই আধার যোগ করানো বাধ্যতামূলক নয়। তবে ২০১৭ সালে নির্বাচন কমিশন ফের যায় শীর্ষ আদালতে। সেখানে বলা হয় আধারের সঙ্গে এপিক কার্ডের সঙ্গে আধার যোগ করার অনুমতি দেওয়া হোক।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান! পুলিশের জালে '১৫ পুলিশ'

 পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন। ট্রেনি সাব-ইনস্পেক্টর হিসাবে কাজে যোগও দিয়েছিলেন। পুলিশের হাতে...