মিয়াদাদ হোসেন, বেঙ্গল রিপোর্ট, লালগোলা: ক্রিকেট খেলোয়াড় জাহির আহমেদকে দশ হাজার টাকার চেক তুলে দেন লালগোলা গ্ৰাম প্রঞ্চায়েত প্রধান আজয় ঘোষ। অনূর্ধ্ব পনেরো বছরের এ রাজ্যে বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয় জাহির আহমেদ। তার খেলার প্রতি আগ্ৰহ, ইচ্ছা দেখে লালগোলা বাসী অভিন্দন শুভেচ্ছা জানান। অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া জাহির আহমেদ, তার স্বপ্ন পূরণ লক্ষ্যে কঠোর পরিশ্রম করে চলছে। জাহির আহমেদ বেঙ্গল রিপোর্টকে জানান, আমি আগামী দিনে বড়ো ক্রিকেটার হতে চায়। আমার পরিবারে অর্থ খরচ করার মত সমর্থ নেই।
এমতাবস্থায় লালগোলা গ্ৰাম প্রঞ্চায়েত মানবিক রূপে দেখে আপ্লুত জাহির আহমেদ। লালগোলা গ্ৰাম প্রঞ্চায়েত প্রধান আজয় ঘোষ জানান, গ্ৰামে-গঞ্জে খেলাধুলা উন্নতি লক্ষ্যে আমরা সব সময় আছি এবং আগামী দিনে থাকবো। জাহির আহমেদ আমাদের লালগোলা গৌরব।তার সামনে দিন আরো উন্নত হোক, আমরা আশা করছি।
উপস্থিত ছিলেন লালগোলা বিড়িও ,লালগোলা প্রঞ্চায়েত সমেতি সভাপতি জাহাঙ্গীর মিয়া, লালগোলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৌম্য দে ,ও লালগোলা জিপি প্রধান আজয় ঘোষ, শুভরঞ্জন রায় আরো অনেক ।
এমতাবস্থায় লালগোলা গ্ৰাম প্রঞ্চায়েত মানবিক রূপে দেখে আপ্লুত জাহির আহমেদ। লালগোলা গ্ৰাম প্রঞ্চায়েত প্রধান আজয় ঘোষ জানান, গ্ৰামে-গঞ্জে খেলাধুলা উন্নতি লক্ষ্যে আমরা সব সময় আছি এবং আগামী দিনে থাকবো। জাহির আহমেদ আমাদের লালগোলা গৌরব।তার সামনে দিন আরো উন্নত হোক, আমরা আশা করছি।
উপস্থিত ছিলেন লালগোলা বিড়িও ,লালগোলা প্রঞ্চায়েত সমেতি সভাপতি জাহাঙ্গীর মিয়া, লালগোলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৌম্য দে ,ও লালগোলা জিপি প্রধান আজয় ঘোষ, শুভরঞ্জন রায় আরো অনেক ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন