১৯ বছর পর স্বাধীনতা দিবসের সঙ্গে একই দিনে পালিত হচ্ছে রাখি বন্ধন। ২০০০ সালে এর আগে ১৫ আগস্ট পড়েছিল রাখি পূর্ণিমা। সকালে জাতীয় পতাকা উত্তোলন, প্যারেড সেরেই সবাই ব্যস্ত রাখির আনন্দে। ইতিহাসেও স্বাধীনতা আন্দোলনের সঙ্গে রাখির বিশেষ যোগ রয়েছে। ১৯০৫ সালে বঙ্গভঙ্গের সিদ্ধান্তের প্রতিবাদে রাখি বন্ধনের মাধ্যমে আন্দোলন গড়ে তোলেন রবীন্দ্রনাথ ঠাকুর।
নিছক একটি উত্সব থেকে আন্দোলনের অংশে পরিণত হয় রাখি বন্ধন। সবাই সবার হাতে রাখি পরিয়ে একজোট থাকার বার্তা দেওয়া ব্রিটিশ সরকারকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন