রাইস মিলের পাঁচিল ভেঙে পড়ে মৃত্যু হল তিন মহিলার। আহত হয়েছেন আরও ১০ জন। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ সালার থানার রায়গ্রামে ঘটনাটি ঘটে।
প্রতি দিনের মতোই এ দিন সকালে রাইসমিলে কাজে এসেছিলেন কর্মীরা। একপাশে চলছিল একটি পাঁচিল দেওয়ার কাজ। আচমকাই হুড়মুড় করে ওই পাঁচিলটি ভেঙে পড়ে। নীচে চাপা পড়ে যান রাইসমিলের বেশ কয়েকজন কর্মী। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কান্দি মহকুমা হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় সরস্বতী মালি (৪৫), শেফালী হেমব্রম (২১) এবং কাঞ্চনা মালির (৩৫)। আহত ১০ জনের চিকিৎসা চলছে এই হাসপাতালে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।
সূত্রের খবর এ দিন সকালে ওই রাইসমিলের ভিতর একটি পাঁচিল তৈরির কাজ করছিলেন রাজমিস্ত্রীরা৷ সেই সময় রাইস মিলের প্রায় ৩৫ জন ঠিকাশ্রমিক ভেতরে কাজ করছিলেন৷ হঠাৎই নির্মিয়মান পাঁচিলটি ভেঙে পড়ে। চাপা পড়ে যান কর্মরত শ্রমিকদের কয়েকজন। সঙ্গে সঙ্গে ছুটে আসে আশেপাশের লোকজন। খবর পেয়ে আসে পুলিশ ও দমকল। ভাঙা পাঁচিলের নীচ থেকে উদ্ধার করে হাসপাতালে আনা হয় আহতদের। সেখানে মৃত্যু হয় তিন জনের। মৃত তিনজনের মধ্যে কাঞ্চনা ও সরস্বতী মালির বাড়ি পুরুলিয়ায়। শেফালীর বাড়ি ঝাড়খন্ড এলাকায় বলে জানা গেছে৷
ধ্বংসস্তুপের নিচে এখনও কেউ আটকে রয়েছে কি না তার খোঁজ চলছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন