সোমবার গভীর রাতে কলকাতা থেকে বিহার গামী এক যাত্রীবোঝাই বাস জামুড়িয়ার শ্রীপুর ফাঁড়ি এলাকার সাত গ্রাম ডহর এর কাছে দু নম্বর জাতীয় সড়কে পড়লো দুর্ঘটনার কবলে। বাসে থাকা ২৪ জন যাত্রী এই দুর্ঘটনায় আহত হয় আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। সকল যাত্রীদের পুলিশ প্রশাসনের মদতে ২ নম্বর জাতীয় সড়কের পেট্রোলিং ভ্যানের সদস্যরা উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। ঘটনা প্রসঙ্গে জানা যায় যে কলকাতা থেকে বিহারের আরা গামী ওই বাসটি রাত্রি দুটো নাগাদ শ্রীপুর ফাঁড়ি এলাকার দহর মোড়ের কাছে যাবার সময় উল্টো দিক থেকে আসা একটি ১০ চাকার রড বোঝাই লরি অন্য লেন থেকে আসানসোল অভিমুখে যাওয়া লেনে এসে পড়াই যাত্রীবোঝাই বাস টি
নিয়ন্ত্রণ হারিয়ে ওই রড বোঝাই লরি মাঝেই ধাক্কা মারে দ্রুতগামী বাসের কেবিন দুমড়ে-মুচড়ে যায় এই ঘটনায় রাতে ঘটা এই ঘটনায় বাসের মধ্যে থাকা ২৪ জন যাত্রী আহত হয় যার মধ্যে কেবিনে ও ওই বাসের দরজা ধরে থাকা ৪ জন যাত্রী গুরুতরভাবে আহত হয়েছে বলে জানা গেছে এই ঘটনার পর স্থানীয়রা দু নম্বর জাতীয় সড়কের পেট্রোলিং ভ্যান বিষয়টি লক্ষ্য করে পুলিশের সহায়তায় আহত যাত্রীদের উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠায়। জানা গেছে দু নম্বর জাতীয় সড়কের ওই প্রান্তে র মাঝে ডিভাইডার কে অন্যায় ভাবে হাঁটিয়ে চলছে যান চলাচল ফলস্বরূপ এই অংশে দুর্ঘটনা নিত্যনৈমিত্তিক হয়ে উঠেছে প্রায় চার দফায় দুর্ঘটনার কবলে পড়তে দেখা গেছে যাত্রীবোঝাই বাস কি বহু ক্ষেত্রেই প্রাণহানির ঘটনাও ঘটেছে এই অংশে স্থানীয়দের ও ট্রাফিক পুলিশের দাবি জাতীয় সড়ক কর্তৃপক্ষ এই অংশে বারংবার সিমেন্টের পিলার দিয়ে যাতায়াত বন্ধ করলেও তা সরিয়ে এই যান চলাচলের ফলে দুর্ঘটনা ঘটছে সর্বদাই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন