বুধবার, ২৮ আগস্ট, ২০১৯

অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে গেলেন রাজ্যপাল

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে গেলেন রাজ্যপাল জগদীপ ধনখড়৷ বুধবার বিকেলে অসুস্থ বুদ্ধদেবকে দেখতে যান রাজ্যপাল৷ প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নেন৷

এ দিন বিকেল ৪টেয় বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে যান রাজ্যপাল৷ রাজ্যপালকে স্বগত জানান বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য৷ রাজ্যপাল বেশ খানিক্ষণ কথা বলেন বুদ্ধদেবের সঙ্গে৷ বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়ি থেকে বেরিয়ে রাজ্যপাল বলেন, 'ওঁকে (বুদ্ধদেব ভট্টাচার্য) দীর্ঘদিন চিনি৷ দেখতে এসেছিলাম৷'

সপ্তাহ তিনেক আগে বুদ্ধদেব ভট্টাচার্য একবার বাড়ির বাইরে বেরিয়েছিলেন। তবে গাড়িতে থেকে তাঁকে নামতে দেখা যায়নি। এর আগে গত ফ্রেব্রুয়ারি মাসেও তিনি বামফ্রন্টের ব্রিগেড সমাবেশে ময়দানে উপস্থিত হয়েছিলেন। তখনও গাড়িতে বসেই বাম সমর্থকদের উদ্দেশ্যে তাঁকে হাত নেড়ে অভিনন্দন জানাতে দেখা যায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান! পুলিশের জালে '১৫ পুলিশ'

 পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন। ট্রেনি সাব-ইনস্পেক্টর হিসাবে কাজে যোগও দিয়েছিলেন। পুলিশের হাতে...