হাইলাইটস
- কৃষিজীবীদের উন্নয়নের স্বার্থে তাঁদের থেকে কুইন্টাল পিছু ২,৫০০ টাকা দরে ধান কিনেছে বাঘেল সরকার।
- আদিবাসীদের স্বাস্থ্য উন্নয়নের উদ্দেশে গ্রামীণ হাটে গড়া হয়েছে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র, জানিয়েছেন বাঘেল।
- শিল্পদ্যোগীদের ছত্তিশগড়ে শিল্প গড়ার আহ্বান জানিয়ে বাঘেল বলেন, এর জন্য তাঁদের জমি ওম বিদ্যুতের ব্যবস্থা করবে প্রশাসন।
এদিন নয়াদিল্লির এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে বাঘেল বলেন, ছত্তিশগড়ে ৩৭% শিশু অপুষ্টির শিকার হচ্ছে। শিশুদেহে অপুষ্টি রোধের উদ্দেশে ১০৯টির বেশি পঞ্চায়েত এলাকায় 'সুপোষণ' প্রকল্প শুরু করেছে রাজ্য সরকার। তিনি জানিয়েছেন, 'আগামী ২ অক্টোবর থেকে প্রতি জেলায় সুপোষিত প্রকল্প চালু হবে।
গত ৮ মাসে নিজের সরকারের কাজের ফিরিস্তি দিতে গিয়ে বাঘেল বলেন, '২০০৬ সালে শিল্পের জন্য অধিকৃত হলেও কোনও শিল্প না গড়ার ফলে ক্ষমতায় এসে আমরা আদিবাসীদের ১,৭০০টি গ্রামে মোট ৪,২০০ একর জমি ফিরিয়ে দিয়েছি।'
মুখ্যমন্ত্রীর দাবি, তাঁর সরকার কৃষক ঋণও মকুব করেছে। কৃষিজীবীদের উন্নয়নের স্বার্থে তাঁদের থেকে কুইন্টাল পিছু ২,৫০০ টাকা দরে ধান কিনেছে বাঘেল সরকার। আদিবাসীদের স্বাস্থ্য উন্নয়নের উদ্দেশে গ্রামীণ হাটে গড়া হয়েছে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র, জানিয়েছেন বাঘেল।
এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে শিল্পদ্যোগীদের ছত্তিশগড়ে শিল্প গড়ার আহ্বান জানিয়ে বাঘেল বলেন, এর জন্য তাঁদের জমি ওম বিদ্যুতের ব্যবস্থা করবে প্রশাসন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন