যুবদের মধ্যে দুর্দান্ত জনপ্রিয় জন সিনার ইনস্টাগ্রাম পোস্টে বিরাট কোহলির ছবিতে কার্যত ঝড় ওঠে সোশ্য়াল মিডিয়ায়। দুই 'ইউথ আইকনে'র মুহূর্ত শেয়ার করতে সময় নেননি নেটিজেনরা।
হাইলাইটস
- ছবির নীচে কোনও ক্যাপশন উল্লেখ করেননি প্রাক্তন ১৬ বারের WWE চ্যাম্পিয়ন।
- তবে তাতে ভক্তদের উন্মাদনা বাঁধ মানেনি।
- সিনা-কোহলি মুহূর্ত কমপক্ষে ৩ লাখ ৮০ হাজার লাইক পড়েছে। কমেন্টও করেছেন বহু।
ম্যাঞ্চেস্টারে হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি ভারত ও নিউ জিল্যান্ড। বিশ্বকাপের শেষ চারের প্রথম ম্যাচের দিকে নজর গোটা ক্রিকেট দুনিয়ার। তবে শুধু ক্রিকেট দুনিয়া নয়। ভারত বনাম নিউ জিল্যান্ড ম্যাচে মেন ইন ব্লু-কে সমর্থন WWE-র তরফেও। ইনস্টাগ্রামে ভারত অধিনায়ক বিরাট কোহলির ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন WWE তারকা জন সিনা (John Cena)।
যুবদের মধ্যে দুর্দান্ত জনপ্রিয় জন সিনার ইনস্টাগ্রাম পোস্টে বিরাট কোহলির ছবিতে কার্যত ঝড় ওঠে সোশ্য়াল মিডিয়ায়। দুই 'ইউথ আইকনে'র মুহূর্ত শেয়ার করতে সময় নেননি নেটিজেনরা। তবে ছবির নীচে কোনও ক্যাপশন উল্লেখ করেননি প্রাক্তন ১৬ বারের WWE চ্যাম্পিয়ন।
তবে তাতে ভক্তদের উন্মাদনা বাঁধ মানেনি। সিনা-কোহলি মুহূর্ত কমপক্ষে ৩ লাখ ৮০ হাজার লাইক পড়েছে। কমেন্টও করেছেন বহু।
আপনিও দেখুন বিরাট কোহলিকে জন সিনার শুভেচ্ছা পোস্ট। শেয়ার করুন নিজের প্রোফাইলেও!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন