বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৯

এক দেশ, এক ইলেকট্রিক বিল, রাজ্যসভায় প্রস্তাব

নয়াদিল্লি: সারা দেশে একটি নির্দিষ্ট হারে বিদ্যুতের বিল চালু করার দাবি তুললেন এক বিজেপি সাংসদ। সোমবার রাজ্যসভায় এ প্রসঙ্গে সাংসদ শ্বেত মালিক বলেন, সকলের জন্য বিদ্যুৎ নিশ্চিত করতে সরকারের কাছে তাঁর দাবি, সারা দেশে একই দর নির্ধারণ করা হোক প্রতি ইউনিট বিদ্যুতে।

মালিক জিরো আওয়ারে এ দিন বলেন, সারা দেশের ভিন্ন রাজ্য বিভিন্ন ধরনের খরচ পড়ে প্রতি ইউনিট বিদ্যুতের খরচে। এই বৈষম্য দূর করা হোক। নচেত সবার কাছে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার লক্ষ্যে অন্তরায় হয়ে দাঁড়াতে পারে এই ভিন্ন ভিন্ন ইলেকট্রিক শুল্কতালিকা।

বিষয়টিকে আরও স্পষ্ট করে দিয়ে মালিক বলেন, পঞ্জাবে এক ইউনিট বিদ্যুতের জন্য খরচ করতে হয় ৮ টাকা। অথচ পাশের রাজ্য হিমাচলপ্রদেশে অথবা জম্মু-কাশ্মীরে সমপরিমাণ বিদ্যুতের জন্য কম খরচ করতে হয়। এই ধরনের বৈষম্যের জেরে পঞ্জাবের গরিব মানুষ বিদ্যুতের খরচ কমাতে একাধিক কষ্টসাধ্য কৌশল অবলম্বন করেন। যেমন তাঁরা বিদ্যুতের খরচ কমাতে গরমের সময়েও পাখা বন্ধ করে রাখতে বাধ্য হন।

শুধু কি তাই, শিল্পোদ্যোগীরাও বিদ্যুতে বেশি খরচের জন্য নিজের রাজ্য ছেড়ে ভিন রাজ্যে চলে যান। বিজেপি সাংসদ বলেন, যে ভাবে জিএসটির প্রচলন করে ‘এক দেশ, এক কর’ ব্যবস্থা চালু করা হয়েছে, ঠিক একই ভাবে ‘এক দেশ এক ইলেকট্রিসিটি ট্যারিফ’ চালু করে এই বৈষম্য দূর করা হোক।

প্রসঙ্গত, গত ৫ জুলাই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সাধারণ বাজেট পেশ করতে গিয়ে বলেন, দেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার লক্ষ্যে ‘এক দেশ, এক গ্রিড’ স্লোগানকে সামনে রেখেই এগোচ্ছে সরকার। স্বাভাবিক ভাবে পাওয়ার গ্রিড যদি একটাই হয়, তা হলে বিদ্যুতের ইউনিট প্রতি দর-ও একই না-হওয়ার কোনো কারণ নেই বলে দাবি করেছেন মালিক।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান! পুলিশের জালে '১৫ পুলিশ'

 পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন। ট্রেনি সাব-ইনস্পেক্টর হিসাবে কাজে যোগও দিয়েছিলেন। পুলিশের হাতে...