সোমবার, ৮ জুলাই, ২০১৯

হিন্দু ভাইয়ের সৎকার করলেন মুর্শিদাবাদের মুসলিমরা

 গোটা দেশ সাম্প্রদায়িকতার দাবদাহে জ্বলছে। বিশেষ করে বিজেপি শাসিত এই ভারতবর্ষে সবসময় অশান্তি লেগেই রয়েছে। মুসলিম সম্প্রদায়ের উপর সাম্প্রদায়িকতার প্রকোপ পড়ছে অতিমাত্রায়।

ঠিক এই সময় মৃত হিন্দু ভাইয়ের লাশের সৎকার করে সম্প্রীতির নিদর্শন দেখালো মুর্শিদাবাদের সুতির মুসলিমরা। বিশেষ সূত্রে জানা গিয়েছে যে মৃতের নাম গণেশ রবিদাস(৪২) গতকাল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায় কিন্তু মৃতের পড়শি হয়ে মুসলিমরা এগিয়ে আসে ও তার সৎকার করে। মৃতের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য মৃতের পরিবার খুশি এবং তাদের এই কাজের জন্য প্রশংসা জানিয়েছেন সকলে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান! পুলিশের জালে '১৫ পুলিশ'

 পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন। ট্রেনি সাব-ইনস্পেক্টর হিসাবে কাজে যোগও দিয়েছিলেন। পুলিশের হাতে...