মুম্বই: বেহাল রাস্তা! তদারকিতে বেরিয়ে পথ চলতি রাস্তার বেহাল অবস্থা দেখে মেজাজ সপ্তমে চড়ে গেল বিধায়কের। সঙ্গে সঙ্গেই সাঙ্গপাঙ্গদের তিনি হুকুম করে বসলেন রাস্তার এই কাদা মাথায় ঢালো ইঞ্জিনিয়রের। যেই না বলা তৎক্ষণাৎ সরকারি আধিকারকের মাথায় বালতি ভরতি কাদা ঢেলে দিলেন নেতার অনুগামীরা। এই গোটা ঘটনা মুহূর্তেই মোবাইলবন্দী হয়ে ভাইরাল হয়ে গেল নেট দুনিয়ায়! যা নিয়ে বিতর্কের অন্ত নেই!
দিন কয়েক আগেই এই রকমই এক ঘটনায় বিতর্ক-পাল্টা বিতর্কের ঝড় উঠেছিল। গ্রেফতার হলেও বিজেপি বিধায়ক আকাশ বিজয়বর্গীয়কে মুক্তি দেয় আদালত। মোদী অবশ্য এই ঘটনায় বলেছেন দল থেকে একজন বিধায়ক কমে গেলে কোনও ক্ষতি হবে না দলের। এই ঘটনার রেষ কাটতে না কাটতেই মুম্বইয়ের কংগ্রেস বিধায়কের এই ঘটনা ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়। শাস্তি দিতে সরকারি আধিকারিককে কাদায় স্নান করালেন কংগ্রেস বিধায়ক নীতিশ রানে।
জানা গিয়েছে, নিজের এলাকায় পরিদর্শনে বেরিয়েছিলেন মুম্বইয়ের কাঙ্কাভালির কংগ্রেস বিধায়ক নীতিশ রানে। সেই সময় তার সঙ্গে ছিলেন রাস্তার তৈরির দায়িত্বে থাকা সরকারি ইঞ্জিনিয়র। বিধায়কের গাড়ি কাঙ্কাভালির জাতীয় সড়কের কাছে একটি সেতুতে পৌঁছতেই রাস্তার বেহাল দশা দেখে মাথায় রক্ত চড়ে যায় বিধায়কের। তখনই তার সঙ্গে থাকা ওই ইঞ্জিনিয়রের উপর চিৎকার শুরু করেন তিনি। বলেন, “আপনি কি সাধারণ মানুষের অবস্থার কথা জানেন? আপনার কি খুব তাড়া ছিল? কে এই নয়ানজুলিগুলি তৈরি করেছে? পানীয় জলের ব্যবস্থাটাই বা কে করেছে? আপনারা কি করে এতটা উদাসীন হতে পারলেন? আপনি জানেন মানুষ কিভাবে এই রাস্তায় চলাচল করছেন?”
“আমার অবস্থার কথা ভাবুন। মানুষের অবস্থা কি হতে পারে তা ভাবুন। আসুন আমার সঙ্গে আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে মানুষ এই রাস্তায় যাতায়াত করেন। কখন আপনি এই রাস্তা বানিয়েছেন? যদি আপনি গোয়াতে ভালো পরিষেবা দিতে পারেন তাহলে এখানে কেন নয়? কাঙ্কাভালি আপনার সঙ্গে কি করেছে?”
তিনি আরও বলেন, “আমি আপনাকে দেখাব, কিভাবে আমরা কাদায় নোংরা হয়ে যাই? আপনি পরিস্কার জামা-কাপড় পড়েন, শীতাতপ নিয়ন্ত্রিত গাড়িতে ঘোরেন। আর আমরা এখানে নোংরা হয়ে থাকি।” এরপরই তিনি তার সাঙ্গপাঙ্গদের নির্দেশ দেন, “এই কাদা ওনার মাথায় ঢালো তখনই উনি বুঝতে পারবেন। এখন আমি আপনাকে বোঝাব, আমি আমার গাড়িতে আপনাকে নিয়ে গিয়ে ওই কাদায় ফেলব।”
বলার সঙ্গে সঙ্গেই সাঙ্গপাঙ্গদের হুকুম জারি করে বসলেন রাস্তার এই কাদা মাথায় ঢালো ইঞ্জিনিয়রের। যেই না বলা তৎক্ষণাৎ সরকারি আধিকারকের মাথায় বালতি ভরতি কাদা ঢেলে দিলেন নেতার অনুগামীরা। সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে এই পুরো ঘটনাটি। বৃহস্পতিবারই এই ঘটনা ভাইরাল হয় নেট দুনিয়ায়। এএনআইও এই ভিডিও শেয়ার করেছে তাদের টুইটার অ্যাকাউনটে।
উল্লেখ্য, বর্ষীয়ান কংগ্রেস নেতা এবং মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী নারায়ণ রানের পুত্র এই নীতিশ রানে। ওই সরকারি আধিকারিকের নাম প্রকাশ সেদেকর।
দিন কয়েক আগেই এই রকমই এক ঘটনায় বিতর্ক-পাল্টা বিতর্কের ঝড় উঠেছিল। গ্রেফতার হলেও বিজেপি বিধায়ক আকাশ বিজয়বর্গীয়কে মুক্তি দেয় আদালত। মোদী অবশ্য এই ঘটনায় বলেছেন দল থেকে একজন বিধায়ক কমে গেলে কোনও ক্ষতি হবে না দলের। এই ঘটনার রেষ কাটতে না কাটতেই মুম্বইয়ের কংগ্রেস বিধায়কের এই ঘটনা ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়। শাস্তি দিতে সরকারি আধিকারিককে কাদায় স্নান করালেন কংগ্রেস বিধায়ক নীতিশ রানে।
জানা গিয়েছে, নিজের এলাকায় পরিদর্শনে বেরিয়েছিলেন মুম্বইয়ের কাঙ্কাভালির কংগ্রেস বিধায়ক নীতিশ রানে। সেই সময় তার সঙ্গে ছিলেন রাস্তার তৈরির দায়িত্বে থাকা সরকারি ইঞ্জিনিয়র। বিধায়কের গাড়ি কাঙ্কাভালির জাতীয় সড়কের কাছে একটি সেতুতে পৌঁছতেই রাস্তার বেহাল দশা দেখে মাথায় রক্ত চড়ে যায় বিধায়কের। তখনই তার সঙ্গে থাকা ওই ইঞ্জিনিয়রের উপর চিৎকার শুরু করেন তিনি। বলেন, “আপনি কি সাধারণ মানুষের অবস্থার কথা জানেন? আপনার কি খুব তাড়া ছিল? কে এই নয়ানজুলিগুলি তৈরি করেছে? পানীয় জলের ব্যবস্থাটাই বা কে করেছে? আপনারা কি করে এতটা উদাসীন হতে পারলেন? আপনি জানেন মানুষ কিভাবে এই রাস্তায় চলাচল করছেন?”
“আমার অবস্থার কথা ভাবুন। মানুষের অবস্থা কি হতে পারে তা ভাবুন। আসুন আমার সঙ্গে আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে মানুষ এই রাস্তায় যাতায়াত করেন। কখন আপনি এই রাস্তা বানিয়েছেন? যদি আপনি গোয়াতে ভালো পরিষেবা দিতে পারেন তাহলে এখানে কেন নয়? কাঙ্কাভালি আপনার সঙ্গে কি করেছে?”
তিনি আরও বলেন, “আমি আপনাকে দেখাব, কিভাবে আমরা কাদায় নোংরা হয়ে যাই? আপনি পরিস্কার জামা-কাপড় পড়েন, শীতাতপ নিয়ন্ত্রিত গাড়িতে ঘোরেন। আর আমরা এখানে নোংরা হয়ে থাকি।” এরপরই তিনি তার সাঙ্গপাঙ্গদের নির্দেশ দেন, “এই কাদা ওনার মাথায় ঢালো তখনই উনি বুঝতে পারবেন। এখন আমি আপনাকে বোঝাব, আমি আমার গাড়িতে আপনাকে নিয়ে গিয়ে ওই কাদায় ফেলব।”
বলার সঙ্গে সঙ্গেই সাঙ্গপাঙ্গদের হুকুম জারি করে বসলেন রাস্তার এই কাদা মাথায় ঢালো ইঞ্জিনিয়রের। যেই না বলা তৎক্ষণাৎ সরকারি আধিকারকের মাথায় বালতি ভরতি কাদা ঢেলে দিলেন নেতার অনুগামীরা। সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে এই পুরো ঘটনাটি। বৃহস্পতিবারই এই ঘটনা ভাইরাল হয় নেট দুনিয়ায়। এএনআইও এই ভিডিও শেয়ার করেছে তাদের টুইটার অ্যাকাউনটে।
উল্লেখ্য, বর্ষীয়ান কংগ্রেস নেতা এবং মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী নারায়ণ রানের পুত্র এই নীতিশ রানে। ওই সরকারি আধিকারিকের নাম প্রকাশ সেদেকর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন