বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০১৯

জেলায় প্রথম ধানের বীজ রোপন যন্ত্রের ব্যবহার

 মুর্শিদাবাদ জেলায় সর্বপ্রথম চাষের জমিতে ধান পোতা যন্ত্রের মাধ্যমে ধান রোয়ান পদ্ধতি হাতে কলমে দেখানো হল রাণীনগর ২ ব্লকের গোধনপাড়ায়।
এই পদ্ধতি হাতে কলমে দেখানো হলো ১০০ থেকে ১৫০ জন চাষিকে।কৃষি আধিকারিক ডঃ মিঠুন সাহা জানান এই যন্ত্রের দ্বারা ৪০ মিনিটে এক বিঘা জমিতে ধান রোয়ান যাবে এবং আজ কে ১২ বিঘা জমিতে ধানের চারা রোয়ান হয়েছে।
 হাতে কলমে বীজ রোপন যন্ত্রের ব্যবহার দেখানো হচ্ছে।নিজস্ব চিত্রএই মেশিনের দাম দুই লক্ষ দশ হাজার টাকা সরকারি ভাবে কিনলে ৫০% সাবসিডি পাবে।
আজকের এই প্রদর্শনীতে উপস্থিত ছিলেন রাণীনগর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি শাহ আলম সরকার,পরিবেশ স্থায়ী সমিতির কর্মাধক্ষ বেঁহুর ইসলাম,জেলা কৃষি অধিকর্তা শুভময় সিনহা সহ অন্যান্যরা।

৩টি মন্তব্য:

  1. আমাদের গ‌‍‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌মে একটা

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. এই ধান রোপন করা মেশিন কোথায় কী ভাবে সাকারি সহাওয়াত পাওয়া যাবে, জানালে উপকৃতহব, ধন্যবাদ

      মুছুন

পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান! পুলিশের জালে '১৫ পুলিশ'

 পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন। ট্রেনি সাব-ইনস্পেক্টর হিসাবে কাজে যোগও দিয়েছিলেন। পুলিশের হাতে...