বহরমপুরে হোটেলের মধ্যে বেধড়ক মার. মৃত হল এক জনের
বহরমপুরে হোটেলের মধ্যে বেধড়ক মার. মৃত হল এক জনের.মুর্শিদাবাদের বহরমপুরের পঞ্চানন তলা এলাকার একটি হোটেলের মধ্যে নাজিমুল সেখ নামে এক ব্যক্তিকে বেধড়ক মার. আহত অবস্থয় মুর্শিদাবাদ মেডিক্যালে ভর্তী করা হলে তার মৃত্যু হয়। অভিযোগ গতকাল রাতে নাজিমুল তার স্ত্রীকে ফোন করে জানায় ফিরোজ নামে এক ব্যক্তি তাকে মারছে। তারপর তাকে আর ফোনে পাওয়া যায় নিয়ে। পরে হাসপাতালে গিয়ে দেখে তার মৃত্যু হয়েছে। দিন কয়েক আগেও একবার নাজিমুল ও ফোরোজের সঙ্গে ঝগড়া বাধে. কালও জাতীয় সড়কের ধারের একটি হোটেলে ছিল নাজিমুল ও ফোরোজ. অভিযোগ হোটেলের মধ্যেই নাজিমুলকে মারধর করে ফিরোজ. অনুমান তাকে লোহার রড দিয়ে পেটালো হয়েছে। হোটেলের কর্মীরাই তাকে তাকে মুর্শিদাবাদ মেডিকেলে নিয়ে যায়। সেখানেই নাজিমুলকে চিকিৎসরা মৃত বলে ঘোষণা করে।



মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন