শুক্রবার, ৫ জুলাই, ২০১৯

জলঙ্গীর ধনিরামপুর স্টেডিয়ামে গড়ে উঠছে গ্যালারী

ইত্যাদি নিউজ: জলঙ্গীর ধনিরামপুর স্টেডিয়ামে গড়ে উঠছে গ্যালারী,ধানিরামপুর গ্রাম এখন উন্নতির শীর্ষে ।এই গ্রাম ডিজিটাল গ্রামে পরিণত হতে চলেছে।বিডিও কৌস্তভ ক্রান্তি মহাশয়ের উদ্দ্যেগে জলঙ্গির সাগরপাড়া ঝিলকে পর্যটন কেন্দ্র গড়ে তোলার উদ্যেগ এর পর এটাও সরকারের এক অসাধারণ সিদ্ধান্ত বলে মনে করছেন এই গ্রামের বাসিন্দারা।ধনিরামপুরের এই স্টেডিয়াম "করিমের ফিল্ড" নামে অতিপরিচিত।
করিম নামক এক ব্যক্তির এই স্টেডিয়াম সরকারকে দান করায় তার নাম অনুসারে এই স্টেডিয়ামের নাম "করিমের ফিল্ড"।এই ফিল্ড এর একপাশে রয়েছে এম.এস.কে স্কুল।এই ফিল্ডে নিয়মিত ফুটবল খেলা ও টুর্নামেন্ট হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান! পুলিশের জালে '১৫ পুলিশ'

 পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন। ট্রেনি সাব-ইনস্পেক্টর হিসাবে কাজে যোগও দিয়েছিলেন। পুলিশের হাতে...