বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৯

ডাক্তারিতে ভর্তি ঘিরে চরম ক্ষুব্ধ বঙ্গ-প্রার্থীরা

  • এমবিবিএস এবং বিডিএস কোর্সের কাউন্সেলিংয়ে ভিন রাজ্যের প্রচুর প্রার্থী নিজেদের বঙ্গসন্তান বলে পরিচয় দিয়ে বাংলার রাজ্য কোটায় অংশগ্রহণ করেছেন। বৃহস্পতিবার এ নিয়ে ক্ষোভ ছড়িয়েছে রাজ্যের পড়ুয়াদের মধ্যে।

ডাক্তারিতে স্নাতক পর্যায়ে ভর্তির কাউন্সেলিংয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশঙ্কাই সত্যি হল। এমবিবিএস এবং বিডিএস কোর্সের কাউন্সেলিংয়ে ভিন রাজ্যের প্রচুর প্রার্থী নিজেদের বঙ্গসন্তান বলে পরিচয় দিয়ে বাংলার রাজ্য কোটায় অংশগ্রহণ করেছেন। বৃহস্পতিবার এ নিয়ে ক্ষোভ ছড়িয়েছে রাজ্যের পড়ুয়াদের মধ্যে।
রাজ্য স্বাস্থ্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয় বুধবার যে মেধাতালিকা প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে, ডমিসাইল-বি শংসাপত্র দাখিল করে উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ওডিশা, রাজস্থান, গুজরাটের মতো অনেক রাজ্যের প্রার্থীই রাজ্য কোটার আসনে ডাক্তারি পড়ার সুযোগ পেতে তৎপর। এর মধ্যে রয়েছেন এমন অনেক প্রার্থী, যাঁরা শুধু পশ্চিবমঙ্গ নয়, নিয়মবিরুদ্ধ ভাবে অন্যান্য রাজ্যের কাউন্সেলিংয়েও অংশ নিয়েছেন।
যেমন উত্তরপ্রদেশের অংশুমান মিশ্র। নিট-এ তাঁর সর্বভারতীয় র‍্যাঙ্ক ৩০৮৮। উত্তরপ্রদেশের মেধাতালিকায় তাঁর নাম ৩৪৫ নম্বরে। আর এ রাজ্যের স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় বুধবার যে মেধাতালিকা প্রকাশ করেছে, সেখানে ৯০ নম্বরে তাঁর নাম। বিষয়টি বাংলার প্রার্থীদের নজরে আসতেই তাঁরা ক্ষোভে ফেটে পড়েন ডমিসাইল-বি নিয়ে। কারণ এমন নজির অনেক রয়েছে।

কয়েক সপ্তাহ আগে মুখ্যমন্ত্রী ভিন রাজ্যের পড়ুয়াদের একাংশের এই অনিয়ম নিয়ে ক্ষোভপ্রকাশ করে জানিয়েছিলেন, বাংলায় ডমিসাইল নীতি বদলানো হবে। থাকবে শুধু ডমিসাইল-এ। যে শংসাপত্র একমাত্র এ রাজ্যের পাকাপাকি বাসিন্দারাই পেতে পারেন। বি সার্টিফিকেট পাওয়ার জন্য প্রার্থী এ রাজ্যের বাসিন্দা না-হলেও চলে। অভিযোগ, এই বি সার্টিফিকেটের ফাঁক গলে অনিয়মটা হয়। যা এ বার অন্তত ৮২ জন ভিন রাজ্যের প্রার্থীর ক্ষেত্রে হচ্ছে।
স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজেন পাণ্ডে অবশ্য বাংলার প্রার্থীদের বঞ্চনার আশঙ্কা উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, '৮২ জনের ক্ষেত্রে ওই রাজ্যগুলির সংশ্লিষ্ট সংস্থাকে চিঠি লিখে জানিয়ে দিয়েছি যে ওঁরা আমাদের রাজ্যেও কাউন্সেলিংয়ে বসছেন। তাই ওই প্রার্থীকে আর সুযোগ দেওয়া যাবে না। যদি ইতিমধ্যেই এমন কোনও প্রার্থী সেখানে ডাক্তারিতে ভর্তি হয়ে গিয়ে থাকে, তা হলেও বিষয়টি আমাদের জানাতে অনুরোধ করেছি।' বৃহস্পতিবার উপাচার্য আশ্বাস দেন, দু'টি রাজ্যের কোটায় যাতে কোনও প্রার্থী অংশগ্রহণ করতে না পারেন, তা নিশ্চিত করা হচ্ছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান! পুলিশের জালে '১৫ পুলিশ'

 পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন। ট্রেনি সাব-ইনস্পেক্টর হিসাবে কাজে যোগও দিয়েছিলেন। পুলিশের হাতে...