১৪৯ বছর পর কাল সেই দিন

১৪৯ বছর পর কাল সেই দিন । আগামীকাল মঙ্গলবার চন্দ্রগ্রহণ । ভারত থেকেও দেখা । যাবে এই চন্দ্রগহণ । এদিন রাত ১টায় শুরু হবে এই গ্রহণ চলবে পরের দিন অর্থাৎ বুধবার রাত ৩টে পর্যন্ত । এটাই এই বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ । এবারের গ্রহণের মােট সময়সীমা ২ ঘন্টা ৫৮ মিনিট । দক্ষিণ আমেরিকা , ইওরােপ , আফ্রিকা এশিয়া এবং অস্ট্রেলিয়া থেকে দেখা যাবে এই চন্দ্রগ্রহণ । প্রসঙ্গত দীর্ঘ ১৪৯ বছর পর গুরুপূর্ণিমার দিনে হচ্ছে চন্দ্রগ্রহণ ।

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন