আস্থা ভোটে হার, কর্ণাটকে পতন কংগ্রেস-জেডিএস জোট সরকারের

 দীর্ঘদিনের নাটকের যবনিকা পতন৷ অবশেষে কর্ণাটক বিধানসভায় পতন ঘটল কংগ্রেস-জেডিএসের জোট সরকারের৷ আস্থা ভোটে প্রয়োজনীয় সমর্থন জোগাড় করতে পারলেন না মুখ্যমন্ত্রী কুমারস্বামী৷ জয় হল ইয়েদুরাপ্পার নেতৃত্বাধীন বিজেপির৷ সূত্রের খবর, ৯৯টি ভোট পড়েছে কংগ্রেস-জেডিএসের পক্ষে৷ অন্যদিকে বিজেপি পেয়েছে ১০৫টি ভোট৷


মন্তব্যসমূহ