শনিবার, ২০ জুলাই, ২০১৯

পার্টি অফিস খুলে উচ্ছ্বসিত বামকর্মীরা

তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে প্রথমবারের জন্য খুলল গড়বেতায় সিপিএম-এর পার্টি অফিস। একসময় সিপিএম-এর শক্তঘাঁটি ছিল এই এলাকা। এখান থেকেই মন্ত্রী ছিলেন সুশান্ত ঘোষ। আদালতের নির্দেশের কারণে তিনি যেমন এলাকাতেই ঢুকতে পারেন না, ঠিক তেমনই শাসকদলের সন্ত্রাসের ভয়েই পার্টি অফিস বন্ধ করে দেওয়া হয়েছিল। জানিয়েছে স্থানীয় সিপিএম নেতৃত্ব।

জঙ্গলমহলে মাওবাদীদের সঙ্গে লড়াই হোক কিংবা তৃণমূলের বিরুদ্ধে লড়াই চলে আসত গড়বেতার নাম। কিন্তু আস্তে আস্তে পরিস্থিতি বদলে যায়। এলাকার অন্যসব পার্টি অফিসের মতো গড়বেতার গুয়াইদহের সিপিএম পার্টি অফিসটি বন্ধ ছিল ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই। বিষয়টি নিয়ে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ আঙুল তুলেছেন পশ্চিম মেদিনীপুরের জেলা সিপিএম সম্পাদক তরুণ রায়।

জেলা সিপিএম নেতৃত্বের অভিযোগ, গোটা রাজ্যের মতো সেখানেও রাজনৈতিক বিভেদের খেলায় নেমেছে তৃণমূল ও বিজেপি। এই বিভেদের খেলা বন্ধ করতে সম্প্রীতির বার্তা নিয়েই তারা এগিয়ে যাবে বলে জানিয়েছে বাম নেতৃত্ব।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান! পুলিশের জালে '১৫ পুলিশ'

 পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন। ট্রেনি সাব-ইনস্পেক্টর হিসাবে কাজে যোগও দিয়েছিলেন। পুলিশের হাতে...