সামাজিক সচেতনতা থেকে পথ দূর্ঘটনা রোধে বাড়ি বাড়ি প্রচার,সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে উদ্যোগ থানা এলাকার সমাজ বিরোধীদের নিয়ন্ত্রণ করে হয়ে উঠেছিলেন জনসেবী পুলিশ অফিসার।পুলিশ জনতার দূরত্ব ঘুঁচিয়ে মানুষের আপনজন হয়ে ওঠা জলঙ্গী থানার অফিসার ইন চার্জ বিপ্লব কর্মকারকে হঠাৎই বদলি করে দেওয়া হল বেলডাঙ্গা থানায়।
এই বদলি ঘিরে উঠছে অনেক প্রশ্ন।বিপ্লব বাবু যে থানা এলাকায় দায়িত্ব পালন করেছেন সেখানেই দক্ষতার সাথে মানুষের আপনার জন হয়ে উঠেছিলেন যা সাধারণত বিরল।এই ধরনের পুলিশ অফিসারকে হঠাৎ পদস্খলন করে সাব ইনস্পেকটর পদে বেলডাঙ্গা থানায় কেন বদলি করা হল এই বিষয়ে হতবাক জলঙ্গীর আমজনতা।
অনেক প্রশ্নের জন্ম দিয়ে।আজ ২১ জুলাই জলঙ্গী থানা থেকে বেলডাঙ্গা থানায় সাব ইনস্পেকটর পদের দায়িত্বভার গ্রহণ করবেন বিপ্লব বাবু।
এই বদলি ঘিরে উঠছে অনেক প্রশ্ন।বিপ্লব বাবু যে থানা এলাকায় দায়িত্ব পালন করেছেন সেখানেই দক্ষতার সাথে মানুষের আপনার জন হয়ে উঠেছিলেন যা সাধারণত বিরল।এই ধরনের পুলিশ অফিসারকে হঠাৎ পদস্খলন করে সাব ইনস্পেকটর পদে বেলডাঙ্গা থানায় কেন বদলি করা হল এই বিষয়ে হতবাক জলঙ্গীর আমজনতা।
অনেক প্রশ্নের জন্ম দিয়ে।আজ ২১ জুলাই জলঙ্গী থানা থেকে বেলডাঙ্গা থানায় সাব ইনস্পেকটর পদের দায়িত্বভার গ্রহণ করবেন বিপ্লব বাবু।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন