শনিবার, ২৭ জুলাই, ২০১৯

আবারও কল্যাণী ইউনিভার্সিটির 2ndSemএর Mathematics প্রশ্ন সিলেবাস বহির্ভূত

আবারও কল্যাণী ইউনিভার্সিটির 2nd সেমিস্টার এর Mathematics Honours এর প্রশ্ন সিলেবাস বহির্ভূত।2nd semester এর কিছু Question 4th semester এবং বহির্ভূত সিলেবাস থেকে দেওয়া হয়েছে বলে অভিযোগ করছে ছাত্রছাত্রীরা।এর আগে 2nd Year এর 3rd পেপার এর question প্রচন্ড tough ও প্রচুর সিলেবাস বহির্ভূত এসেছিল।
যার ফলে কিছু ছাত্রছাত্রী ইউনিভার্সিটি গিয়ে এর বিরুদ্ধে আন্দোলন করে পিটিশন জামা দিয়েছিল।কিন্তু এবারও সেই বহির্ভূত question।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান! পুলিশের জালে '১৫ পুলিশ'

 পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন। ট্রেনি সাব-ইনস্পেক্টর হিসাবে কাজে যোগও দিয়েছিলেন। পুলিশের হাতে...