#বেঙ্গালুরু : বেঙ্গালুরুতে জমজমাট কেকেআর বনাম আরসিবি-র লড়াই ৷ ব্যাট-বলের লড়াইতে সেয়ানে সেয়ানে কোলাকুলি ৷ এদিন প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ২০৫ রান করে আরসিবি ৷ দলের হয়ে সর্বোচ্চ রান বিরাটের ৷ তিনি করেন ৮৪ রান ৷ ৬৩ করেন এবি ডিভিলিয়ার্স ৷ কেকেআরের হয়ে একটি করে উইকেট পান কুলদীপ, নারিন ও নীতিশ রানা ৷
টসে জিতল কেকেআর, নিল ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ৷ দলে একমাত্র বদল নিখিল নায়েকের ৷ দুর্দান্ত শুরু করেছে আরসিবি ৷ একের পর এক হারের গ্লানি কাটিয়ে স্বমহিমায় অধিনায়ক বিরাট কোহলি ৷5 ওভারে ৪৯ রান আরসিবি-র ৷ পার্থিব প্যাটেল ২৩ , বিরাট কোহলি ২৭ ৷সুনীল নারিন ক্যাচ মিস করলেন কোহলির ৷ আঙুলের চোটের জন্য খানিকটা দিশাহীণ দেখাল নারিনকে ৷
নীতিশ রানার বলে আউট পার্থিব প্যাটেল ৷ বলের লেথং মিস করে আউট ৷ ২৫ রানে আউট পার্থিব ৷ ৬৪ রানে প্রথম উইকেট হারাল আরসিবি ৷ ২৫ রান করে রানার বলে এলবিডাব্লু হলেন তিনি ৷
৭ ইনিংস বাদে আইপিএলে অর্ধশতরান পেলেন বিরাট কোহলি ৷ বিরাটের আইপিএল কেরিয়ারের ৩৫ তম অর্ধশতক ৷ ৩১ বলে ৭ টি চারের সাহায্যে অর্ধশতরান ৷
এবি ডিভিলিয়ার্সও করে ফেলেলেন অর্ধশতক ৷ ৩০ তম আইপিএল অর্ধশতক এবি -র ৷কেকেআরের হয়ে কুলদীপের কামাল, ৮৪ করে প্যাভিলিয়নে বিরাট ৷ এদিনের বিরাটের ইনিংস সাজানো ৯ টি চার ও ২টি ছয় দিয়ে ৷ মাত্র ৪৯ বলে এই রান করেন ৷ ৫১১০ রান করে বিরাট কোহলি ঠিক সুরেশ রায়নার পরে রইলেন বিরাট কোহলি ৷ ৪৩১৪ রান অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিং ধোনির পর সর্বোচ্চ রানের মালিক হলেন তিনি ৷
এরপর সুনীল নারিনের কাছে আউট এবি ডিভিলিয়ার্স , ৩২ বলে ৬৩ রান করেন তিনি ৷ ৫ টি চার , ৪টি ছয় মারেন তিনি ৷
২০ ওভারে আরসিবি রান করলেন ৩ উইকেটের বিনিময়ে ২০৫ রান ৷
এদিকে রান তাড়া করতে নেমে প্রথমেই সুনীল নারিনের উইকেট হারায় কেকেআর ৷ মাত্র ১০ রানে আউট হয়ে যান নাইট ওপেনার ৷ নারিনকে নিয়ে যিনি শুরু করেছিলেন তিনিই আউট করে দেন রবীন উথাপ্পা ও ক্রিস লিনকে ৷২৫ বলে ৩৩ রান করে আউট রবীন উথাপ্পা ৷ , 43 রানে ক্রিস লিনের ইনিংসও প্যাকআপ করলেন তিনিই ৷২২ বলে ৩৭ রান করে আউট নীতিশ রানা ৷ যজুবেন্দ্র চাহালের শিকার তিনি ৷
সাইনির বলে চাহালের তালুবন্দি কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক ৷১৯ রানে আউট হয়ে গেলেন নাইট অধিনায়ক ৷
টসে জিতল কেকেআর, নিল ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ৷ দলে একমাত্র বদল নিখিল নায়েকের ৷ দুর্দান্ত শুরু করেছে আরসিবি ৷ একের পর এক হারের গ্লানি কাটিয়ে স্বমহিমায় অধিনায়ক বিরাট কোহলি ৷5 ওভারে ৪৯ রান আরসিবি-র ৷ পার্থিব প্যাটেল ২৩ , বিরাট কোহলি ২৭ ৷সুনীল নারিন ক্যাচ মিস করলেন কোহলির ৷ আঙুলের চোটের জন্য খানিকটা দিশাহীণ দেখাল নারিনকে ৷
নীতিশ রানার বলে আউট পার্থিব প্যাটেল ৷ বলের লেথং মিস করে আউট ৷ ২৫ রানে আউট পার্থিব ৷ ৬৪ রানে প্রথম উইকেট হারাল আরসিবি ৷ ২৫ রান করে রানার বলে এলবিডাব্লু হলেন তিনি ৷
এবি ডিভিলিয়ার্সও করে ফেলেলেন অর্ধশতক ৷ ৩০ তম আইপিএল অর্ধশতক এবি -র ৷কেকেআরের হয়ে কুলদীপের কামাল, ৮৪ করে প্যাভিলিয়নে বিরাট ৷ এদিনের বিরাটের ইনিংস সাজানো ৯ টি চার ও ২টি ছয় দিয়ে ৷ মাত্র ৪৯ বলে এই রান করেন ৷ ৫১১০ রান করে বিরাট কোহলি ঠিক সুরেশ রায়নার পরে রইলেন বিরাট কোহলি ৷ ৪৩১৪ রান অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিং ধোনির পর সর্বোচ্চ রানের মালিক হলেন তিনি ৷
এরপর সুনীল নারিনের কাছে আউট এবি ডিভিলিয়ার্স , ৩২ বলে ৬৩ রান করেন তিনি ৷ ৫ টি চার , ৪টি ছয় মারেন তিনি ৷
২০ ওভারে আরসিবি রান করলেন ৩ উইকেটের বিনিময়ে ২০৫ রান ৷
এদিকে রান তাড়া করতে নেমে প্রথমেই সুনীল নারিনের উইকেট হারায় কেকেআর ৷ মাত্র ১০ রানে আউট হয়ে যান নাইট ওপেনার ৷ নারিনকে নিয়ে যিনি শুরু করেছিলেন তিনিই আউট করে দেন রবীন উথাপ্পা ও ক্রিস লিনকে ৷২৫ বলে ৩৩ রান করে আউট রবীন উথাপ্পা ৷ , 43 রানে ক্রিস লিনের ইনিংসও প্যাকআপ করলেন তিনিই ৷২২ বলে ৩৭ রান করে আউট নীতিশ রানা ৷ যজুবেন্দ্র চাহালের শিকার তিনি ৷
সাইনির বলে চাহালের তালুবন্দি কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক ৷১৯ রানে আউট হয়ে গেলেন নাইট অধিনায়ক ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন