বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০১৯

লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডক্টরেট পেলেন শাহরুখ

ইত্যাদি নিউজ: ফিলানথ্রপিতে সাম্মানিক ডক্টরেট পেলেন বলিউডের বাদশা শাহরুখ খান। তাঁকে এই সম্মানে ভূষিত করে লন্ডনের দ্য ইউনিভার্সিটি অফ ল। মঙ্গলবার প্রায় ৩৫০ ছাত্রছাত্রীর উপস্থিতিতে হওয়া গ্র্য়াজুয়েশন সেরিমনিতে এই সম্মান গ্রহণ করেন কিং খান।
এর আগে, বেডফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয় ও এডিনবার্গ বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডক্টরেট পেয়েছেন অন স্ত্রিন রোম্যান্সের রাজা। নয়া সম্মান গ্রহণের পর আপ্লুত শাহরুখ জানান, 'আমার মনে হয় সেবা নিশ্চুপে ও সম্মানের সঙ্গে করা উচিত। কেউ তাঁর সেবার কথা মুখে বললে তার উদ্দেশ্যই নষ্ট হয়ে যায়। আমার হৃদয়ের কাছের ইচ্ছেগুলি পূরণ করতে জনমানসে আমার ব্যক্তিত্ব ও স্টেটাসকে কাজে লাগাতে পেরে আমি কৃতজ্ঞ।

 এর আগে, বেডফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয় ও এডিনবার্গ বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডক্টরেট পেয়েছেন অন স্ত্রিন রোম্যান্সের রাজা। এ বার সেই সম্মান পেলেন লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান! পুলিশের জালে '১৫ পুলিশ'

 পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন। ট্রেনি সাব-ইনস্পেক্টর হিসাবে কাজে যোগও দিয়েছিলেন। পুলিশের হাতে...