ইত্যাদি নিউজ : দু ’ দশক বাদে । নাম বদলাল তৃণমূলের ( TMC ) । এখন থেকে শুধুই তৃণমূল । নামের সঙ্গে থাকা কংগ্রেস ( Congress ) শব্দটি আর ব্যবহার করবে না তৃণমূল । দলের ব্যানার থেকে শুরু করে পােস্টার সব জায়গাতেই থাকবে শুধু তৃণমূল কথাটি । কিন্তু নির্বাচন কমিশনে এখনও নিজেদের পুরনাে নাম ( সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস ) - ই রাখছে জোড়া ফুল শিবির । নয়ের দশকের শেষে কংগ্রেস থেকে বেরিয়ে এসে আলাদা দল গড়েন মমতা বন্দ্যোপাধ্যায় । সে সময় লােকসভা নির্বাচন দিয়েই যাত্রা শুরু হয় দলের । তারপর একে একে অন্য নির্বাচনেও লড়তে থাকে তৃণমূল । ২০১১ সালে রাজ্যে ক্ষমতায় আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ।এই দীর্ঘ সময় নিজেদের নামের সঙ্গে কংগ্রেস শব্দটি ব্যবহার করে এসেছে ।তৃণমূল ।এবার আর তা হবে না ।এখন থেকে শুধুই তৃণমূল ।নামের সঙ্গে সঙ্গে দলের লােগােতেও বদল এসেছে ।নতুন লােগােটিতে সবুজের পাশাপাশি নীল রঙ থাকছে ।তৃণমূল কথাটি লেখা হয়েছে সবুজ রঙ দিয়ে ।গত এক সপ্তাহের কিছু বেশি সময় ধরে নতুন লােগাের ব্যবহার হয়ে আসছে ।দলের সােশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও এই বদল চোখে পড়বে ।দলের শীর্ষ নেতারাও নিজেদের অ্যাকাউন্টে নতুন লােগােকে স্থান দিতে শুরু করেছেন ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান! পুলিশের জালে '১৫ পুলিশ'
পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন। ট্রেনি সাব-ইনস্পেক্টর হিসাবে কাজে যোগও দিয়েছিলেন। পুলিশের হাতে...
-
পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন। ট্রেনি সাব-ইনস্পেক্টর হিসাবে কাজে যোগও দিয়েছিলেন। পুলিশের হাতে...
-
মুর্শিদাবাদ:গতবারের চেয়ে এবারের Question প্রচন্ড জটিল করায় ছাত্রছাত্রী থেকে শিক্ষকদের মাথায় হাত।তাদের মতে এখন পর্যন্ত কল্যাণী ইউনিভার্...
-
পরীক্ষা করার নামে সিভিক ভলান্টিয়ারদের একাংশ চালকদের থেকে টাকা আদায় করেন, এই অভিযোগ নতুন নয়। এমন অভিযোগ ওঠে কর্তব্যরত ট্র্যাফিক পুলিশকর...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন