বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৯

জলঙ্গীর সাগরপাড়ায় গড়ে উঠতে চলেছে পর্যটনকেন্দ্র

  সাগরপাড়া ঝিলকে পর্যটনকেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নিলেন বিডিও কৌস্তভকান্তি দাস মহাশয়

ইত্যাদি নিউজ,জলঙ্গী:সরকারি ৩৩ একর এলাকা জুড়ে রয়েছে মস্ত বড় ঝিল । চারপাশে সবুজে ঘেরা মাঠ । ঝিলের পাড়ে নুইয়ে রয়েছে খেজুর গাছ । ঝিলের বুকে ভেসে বেড়াচ্ছে ছােট ছােট ডিঙি নৌকো । প্রাকৃতিক সৌন্দর্য যেন ঝিলের জলে খেলা করে । পর্যটনকেন্দ্র গড়ে তােলার যাবতীয় সম্ভাবনা নিয়ে দাঁড়িয়ে রয়েছে । ' জুলঙ্গির সীমান্ত লাগােয়া সাগরপাড়া । এলাকায় মঙ্গলবেড়িয়া ঝিল । গ্রামের প্রবীণরা বলছেন , এক সময়ে ঝিলে ঝাঁকে ঝাঁকে আসত পরিযায়ী পাখি । শিকারিদের ভয় ছিল না । ফলে প্রতি বছর নিশ্চিন্তে পরিযায়ীরা খেলা করত ঝিলে । তারপর ওই ঝিলের পাড়ে পিকনিক করতে শুরু করেন গ্রামবাসীরা । মানুষের আনাগােনা বাড়ায় ঝিলে । কমতে শুরু করে পরিযায়ী পাখির ভিড় । বর্তমানে পরিযায়ী পাখিরা আসা প্রায় বন্ধই করে দিয়েছে ঝিলে । । | মৎস্য বিশেষজ্ঞ সূর্যেনারায়ণ । দে বলছেন , “ পাখির প্রধান খাদ্য ছােট মাছের সংখ্যা যেমন কমে গিয়েছে , তেমনি গেঁড়ি - গুগলি - পােকামাকড় নেই ঝিলে । কারণ , মাছ চাষ হয় । এছাড়া , মানুষের আনাগােনা ও শব্দদূষণ । আগের তুলনায় বেড়ে যাওয়ায় ঝিলের ঠিকানা বদলে পরিযায়ী পাখি নতুন জায়গা খুঁজে নিয়েছে । তবে পরিযায়ী পাখির সংখ্যা কমে যাওয়াও ওই পাখি আসার কারণ বলে তিনি জানান । | তবে এবার ওই ঝিল ঘিরে পর্যটনকেন্দ্র গড়ে তােলার দাবি তুলেছেন স্থানীয়রা । তাঁদের দাবি , স্থানীয় পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি
উদ্যোগী হলে ঝিলের পাড়কে কেন্দ্র করে সীমান্তের গ্রামে নতুন পর্যটনকেন্দ্র গড়ে উঠতে পারে । পরিকল্পনা করে । ঝিলের পাড়ের সৌন্দর্যায়নের সঙ্গে গােটা এলাকা আলাে দিয়ে সাজালে মানুষের বেড়ানাের জায়গা হবে । এতে পঞ্চায়েতের আয় বাড়বে । সাগরপাড়া পঞ্চায়েতের প্রধান আমজাদ খান বলছেন , ওই এলাকা নিয়ে ইতিমধ্যেই কিছু পরিকল্পনা গ্রহণ করেছি । প্রথমত দিঘির পাড় দিয়ে একটি রাস্তা তৈরির জন্য প্রস্তাব গ্রহণ করা হয়েছে । আর কিছু গাছপালা লাগিয়ে সৌন্দর্যায়ন করা হবে । ” এলাকার সৌন্দর্যায়ন বৃদ্ধি পেলে এলাকার মানুষের বিনােদনের জায়গা হবে , তেমনি কর্মসংস্থানের নতুন দিক খুলে যাবে । কচিকাঁচাদের নিয়ে ঘুরতে যাওয়ার জায়গা বলতে সেই ৭০ কিলােমিটার দূরে লালবাগ । তাই সাগরপাড়ার হাসিবুল ইসলাম , জুলফিকার আলিরা বলছেন , সৌন্দর্যায়ন , আলােকসজ্জা , বসার জায়গা এবং ঝিলের জলে বােটিংয়ের ব্যবস্থা করলেই গােটা ঝিলের চেহারা পাল্টে যাবে । পিকনিক রে আদর্শ জায়গা হতে পারে এটি । ” | তাঁদের কথায় , প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর মঙ্গলবেড়িয়া ঝিল । সরকার একটু উদ্যোগী হলে সুন্দর পর্যটনকেন্দ্র হতে পারে সেখানে । রাজ্য সড়ক থেকে ঝিল পর্যন্ত রাস্তাটি সংস্কার , আলাের ব্যবস্থা করলে মানুষের ভিড় বাড়বে সেখানে । ” । | জলঙ্গির বিডিও কৌস্তভকান্তি দাশ বলছেন , “ ইতিমধ্যে সাগরপাড়া । পঞ্চায়েত বিলটিকে নতুন করে গড়ে তােলার ব্যাপারে উদ্যোগী হয়েছে । জলঙ্গিতে পর্যটনকেন্দ্র গড়ে উঠুক , আমরাও চাই । এ ব্যাপারে প্রশাসন সবরকম ভাবে সহায়তা করবে । ”

এই সংক্রান্ত আরও খবর জানতে ফেসবুক পেজ লাইক করুন facebook.com/ItyadiNewsMsd/ 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান! পুলিশের জালে '১৫ পুলিশ'

 পুলিশ নিয়োগের ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন। ট্রেনি সাব-ইনস্পেক্টর হিসাবে কাজে যোগও দিয়েছিলেন। পুলিশের হাতে...